বেনাপোল প্রতিনিধি: যশোর ও বেনাপোলে পৃথক তিনটি অভিযানে ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব সদস্যরা।
মঙ্গলবার রাতে তাদেরকে ১০৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর কোতয়ালী মডেল থানাধীন খোড়কী এলাকার শেখ মতিয়ার রহমানের মেয়ে হালিমা বেগম ময়না (৩২), বেনাপোল পোর্ট থানাধীন ধান্যখোলা গ্রামের মৃত নজরুল ফকিরের ছেলে মো. মনিরুল ইসলাম (৩৩), ভবারবেড় গ্রামের মৃত শামছুল বেপারীর ছেলে বাশার (৪৮) ও একই গ্রামের মৃত সালাউদ্দিন শেখের ছেলে মাছুম শেখ (২৫)।
যশোর র্যাব-৬ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, যশোর জেলার চুড়ামনকাঠি, বেনাপোল বোয়ালিয়া ও ভবারবেড় গ্রামে অভিযান চালিয়ে সর্বমোট ১০৮ বোতল ফেনসিডিলসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির কিছু অর্থ পাওয়া যায়।
উদ্ধারকৃত আলামত সহ আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে যশোর জেলার কোতয়ালী মডেল ও বেনাপোল থানায় হস্তান্তর করা হয়েছে।





















