সমঝোতার জন্য দুই পক্ষকে ডেকে মারা গেলেন ওসি

শেয়ার করুন...

পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত এলাকা বিলচান্দক গ্রামে গত দুইদিন ধরে দুই পক্ষের বিরোধের জের ধরে সংঘর্ষ ভাঙচুর ও লুটপাট চলছে।

 

সোমবার দিনভর সেখানে এক পক্ষ অপর পক্ষের বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দুইদিন ধরে ফরিদপুর থানা পুলিশের ওসি ওবায়দুর রহমান পুলিশ ফোর্স নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই বিবাদ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওসি সোমবার ওই এলাকায় অসুস্থ হয়ে পড়েন। তার মাথায় পানি ঢালাসহ প্রাথমিক সেবা দেয়া হয়।

 

রপর এলাকায় পুলিশ মোতায়েন করে কমিউনিটি পুলিশিং, স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার সেখানে একটি বৈঠকের আয়োজন করেন ওসি। কিন্তু মীমাংসা বৈঠকের আগেই বিকেলে থানায় কর্তব্যরত অবস্থায় ওসি ওবায়দুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

মৃত্যুর আগে মঙ্গলবার দুপুরে ওসি ওবায়দুর রহমান জানিয়েছিলেন, এলাকার রহমত প্রামাণিক ও আনসার আলী আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। একপর্যায়ে ১৬ ফেব্রুয়ারি বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

এর জের ধরে রহমত প্রামাণিকের সমর্থক এনামুল হকের নেতৃত্বে ২০-২৫ ব্যক্তি লাঠি-সোঁটা নিয়ে রাত ৯টার দিকে প্রতি পক্ষ ইউপি সদস্য বাবুল আক্তার, আনসার আকন্দ, শামীম রেজা, এলাহী সরকার, রুহুল আমিন, রবিউল করিম, এনামুল হক ও মুক্তিযোদ্ধা রহিম মন্ডলের বাড়িতে আক্রমণ করে। এ সময় দরজা-জানালা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে তারা।

 

এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ইউপি সদস্য বাবুল আক্তার বাদী হয়ে ৬৮ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ মামলার আসামি রহমত প্রাং (৬০), আব্দুল মালেক প্রাং (৩০), আলাউদ্দিন আলী (৪৫) ও মুকুল হোসেনকে (৩২) গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

 

রহমত গংরা গতকাল পাবনা আদালতে জামিন নিতে গেলে বাবুল আক্তার ও আনসার আকন্দের লোকজন সকাল ১০টার সময় রহমত আলীর পক্ষের শফিকুল, আলম হোসেন ও নান্নুর বাড়ি-ঘরসহ ১০-১২টি বাড়ি ভাঙচুর করে।

 

খবর পেয়ে রহমত আলীর লোকজন সোমবার বিকেল ৫টার দিকে গ্রামের আত্মীয়-স্বজনসহ ৫০-৬০ জন লোক লাঠি-সোঁটা নিয়ে গ্রামের বাড়িঘর ভাঙচুর ও লোকজনকে মারপিট করে। বাবুল আক্তারের পক্ষের শতাধিক নারী তাদের বাড়ি-ঘর ফেলে অন্য গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেয়।

 

ওসি ওবায়দুর রহমান আরও জানিয়েছিলেন, এলাকায় একবার মীমাংসা করে দিয়ে আসার পর আবারও তারা বিবাদে জড়ান। এ অবস্থায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। স্থায়ী মীমাংসার জন্য মঙ্গলবার কমিউনিটি পুলিশিং, স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেখানে একটি বৈঠকের আয়োজন করা হয়।

 

কিন্তু মীমাংসা বৈঠকের আগেই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে থানায় কর্তব্যরত অবস্থায় ওসি ওবায়দুর রহমান হৃযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তবে এতেও থেমে নেই দুই পক্ষের সংঘর্ষ।

 

ওসি ওবায়দুর রহমান গত বছরের ২৮ অক্টোবর ফরিদপুর থানায় যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান।

 

পুলিশের চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএএম ফজল ই খুদা বলেন, সোমবার বিলচান্দক গ্রামে বিবদমান দুই পক্ষের মারামারি ঠেকাতে গিয়ে ওসি অসুস্থ হয়ে পড়েছিলেন। পুলিশ মোতায়েনের পর মঙ্গলবার সেখানে পরিস্থিতি শান্ত হওয়ায় ওসি আর সেখানে যাননি। দুই পক্ষকে বৈঠকের জন্য ডাকা হয়।

 

এরই মধ্যে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে থানায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা ওসিকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকছুদপুর উপজেলায়। সন্ধ্যায় ওসির মরদেহ পাবনা পুলিশ লাইনে আনা হয়েছে। সেখানে রাতে প্রথম জানাজা শেষে তাকে বিশেষ ব্যবস্থায় গ্রামে বাড়িতে পাঠানো হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার এসএএম ফজল ই খুদা।

সর্বশেষ সংবাদ



» নবজাতক শিশুকে চারাগাছ উপহার দিয়ে শুভেচ্ছা জানালেন ইউএনও 

» মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রণে সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন

» সাংবাদিককে যারা শত্রু ভাবে, তারা দেশের শত্রু : মোমিন মেহেদী

» আজাদ অনুসারী লেডি সন্ত্রাসী পপির বিরুদ্ধে আইজিপি বরাবর অভিযোগ

»  বিএনপি নেতার ভাইয়ের কাছ থেকে দখল মুক্ত হলো জেনারেল হাসপাতাল

» বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

» ফতুল্লায় বিএনপির ছত্রছায়ায় আওয়ামী দোসর আহম্মদ বেপরোয়া

» ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৬ নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা

» সিদ্ধিরগঞ্জে রহিম মেম্বারের ছেলে খোকন বাহিনী বেপরোয়া, প্রাণ কোম্পানির টাকা ছিনতাই

» ফতুল্লায় নকশাবহির্ভূত নির্মাণাধীন কাশেম মোল্লার ভবনে রাজউকের অভিযান

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

Desing & Developed BY RL IT BD
আজ : বুধবার, ৯ জুলাই ২০২৫, খ্রিষ্টাব্দ, ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সমঝোতার জন্য দুই পক্ষকে ডেকে মারা গেলেন ওসি

শেয়ার করুন...

পাবনার ফরিদপুর উপজেলার প্রত্যন্ত এলাকা বিলচান্দক গ্রামে গত দুইদিন ধরে দুই পক্ষের বিরোধের জের ধরে সংঘর্ষ ভাঙচুর ও লুটপাট চলছে।

 

সোমবার দিনভর সেখানে এক পক্ষ অপর পক্ষের বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। দুইদিন ধরে ফরিদপুর থানা পুলিশের ওসি ওবায়দুর রহমান পুলিশ ফোর্স নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এই বিবাদ নিয়ন্ত্রণে আনতে গিয়ে ওসি সোমবার ওই এলাকায় অসুস্থ হয়ে পড়েন। তার মাথায় পানি ঢালাসহ প্রাথমিক সেবা দেয়া হয়।

 

রপর এলাকায় পুলিশ মোতায়েন করে কমিউনিটি পুলিশিং, স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে মঙ্গলবার সেখানে একটি বৈঠকের আয়োজন করেন ওসি। কিন্তু মীমাংসা বৈঠকের আগেই বিকেলে থানায় কর্তব্যরত অবস্থায় ওসি ওবায়দুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

 

মৃত্যুর আগে মঙ্গলবার দুপুরে ওসি ওবায়দুর রহমান জানিয়েছিলেন, এলাকার রহমত প্রামাণিক ও আনসার আলী আকন্দের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে। একপর্যায়ে ১৬ ফেব্রুয়ারি বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

 

এর জের ধরে রহমত প্রামাণিকের সমর্থক এনামুল হকের নেতৃত্বে ২০-২৫ ব্যক্তি লাঠি-সোঁটা নিয়ে রাত ৯টার দিকে প্রতি পক্ষ ইউপি সদস্য বাবুল আক্তার, আনসার আকন্দ, শামীম রেজা, এলাহী সরকার, রুহুল আমিন, রবিউল করিম, এনামুল হক ও মুক্তিযোদ্ধা রহিম মন্ডলের বাড়িতে আক্রমণ করে। এ সময় দরজা-জানালা, টিভি, ফ্রিজ, আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে তারা।

 

এতে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়। এ ঘটনায় ইউপি সদস্য বাবুল আক্তার বাদী হয়ে ৬৮ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ মামলার আসামি রহমত প্রাং (৬০), আব্দুল মালেক প্রাং (৩০), আলাউদ্দিন আলী (৪৫) ও মুকুল হোসেনকে (৩২) গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

 

রহমত গংরা গতকাল পাবনা আদালতে জামিন নিতে গেলে বাবুল আক্তার ও আনসার আকন্দের লোকজন সকাল ১০টার সময় রহমত আলীর পক্ষের শফিকুল, আলম হোসেন ও নান্নুর বাড়ি-ঘরসহ ১০-১২টি বাড়ি ভাঙচুর করে।

 

খবর পেয়ে রহমত আলীর লোকজন সোমবার বিকেল ৫টার দিকে গ্রামের আত্মীয়-স্বজনসহ ৫০-৬০ জন লোক লাঠি-সোঁটা নিয়ে গ্রামের বাড়িঘর ভাঙচুর ও লোকজনকে মারপিট করে। বাবুল আক্তারের পক্ষের শতাধিক নারী তাদের বাড়ি-ঘর ফেলে অন্য গ্রামে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নেয়।

 

ওসি ওবায়দুর রহমান আরও জানিয়েছিলেন, এলাকায় একবার মীমাংসা করে দিয়ে আসার পর আবারও তারা বিবাদে জড়ান। এ অবস্থায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। স্থায়ী মীমাংসার জন্য মঙ্গলবার কমিউনিটি পুলিশিং, স্থানীয় নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সেখানে একটি বৈঠকের আয়োজন করা হয়।

 

কিন্তু মীমাংসা বৈঠকের আগেই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে থানায় কর্তব্যরত অবস্থায় ওসি ওবায়দুর রহমান হৃযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তবে এতেও থেমে নেই দুই পক্ষের সংঘর্ষ।

 

ওসি ওবায়দুর রহমান গত বছরের ২৮ অক্টোবর ফরিদপুর থানায় যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে যান।

 

পুলিশের চাটমোহর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএএম ফজল ই খুদা বলেন, সোমবার বিলচান্দক গ্রামে বিবদমান দুই পক্ষের মারামারি ঠেকাতে গিয়ে ওসি অসুস্থ হয়ে পড়েছিলেন। পুলিশ মোতায়েনের পর মঙ্গলবার সেখানে পরিস্থিতি শান্ত হওয়ায় ওসি আর সেখানে যাননি। দুই পক্ষকে বৈঠকের জন্য ডাকা হয়।

 

এরই মধ্যে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে থানায় কর্তব্যরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সহকর্মীরা ওসিকে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মকছুদপুর উপজেলায়। সন্ধ্যায় ওসির মরদেহ পাবনা পুলিশ লাইনে আনা হয়েছে। সেখানে রাতে প্রথম জানাজা শেষে তাকে বিশেষ ব্যবস্থায় গ্রামে বাড়িতে পাঠানো হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার এসএএম ফজল ই খুদা।

এ বিভাগের অন্যান্য সংবাদ



Click Here

সর্বশেষ সংবাদ



সর্বাধিক পঠিত



About Us | Privacy Policy | Terms & Conditions | Contact Us

সম্পাদক : সো‌হেল আহ‌ম্মেদ
নির্বাহী সম্পাদক : কামাল হোসেন খান

প্রকাশক : মো: আবদুল মালেক
উপদেষ্টা সম্পাদক : রফিকুল্লাহ রিপন
বার্তা : + ৮৮ ০১৭৩১ ৬০০ ১৯৯।
editor.kuakatanews@gmail.com

প্রধান কার্যালয় : সৌদি ভিলা- চ ৩৫/৫ উত্তর বাড্ডা,
গুলশান, ঢাকা- ১২১২।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : সেহাচর, তক্কারমাঠ রোড, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
ফোন : +৮৮ ০১৬৭৪-৬৩২৫০৯, ০১৯১৮-১৭৮৬৫৯

Email : ujjibitobd@gmail.com

© Copyright BY উজ্জীবিত বাংলাদেশ

Design & Developed BY Popular IT BD