গভীর রাতে জোর পূর্বক বাড়িতে প্রবেশ করে প্যারালাইসিস রোগি ইব্রাহিম হাওলাদার কে মারধরের অভিযোগ উঠেছে কুতুবপুর ইউনিয়ন জাসাসের সভাপতি গোলাম কাদিরের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৩০ শে এপ্রিল দিবাগত রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলা কুতুবপুরের দক্ষিণ রসুলপুর এলাকায়।
জানা যায় ইব্রাহিম হাওলাদারের বাড়ির ভাড়াটিয়া মোজাম্মেলের সাথে টাকা পয়সার লেনদেনের ঝামেলা রয়েছে জাসাস নেতা গোলাম কাদিরের সাথে, সেই লেনদেনের সুত্র ধরে ৩০ এপ্রিল রাত আনুমানিক ১২ টার সময় গোলাম কাদির সহ আরও ১৫-২০ জন লোক ইব্রাহীমের বাড়ির কেচি গেইটে স্বজোরে ধাক্কা – ধাক্কী করে গেইট খুলতে বলে, কিন্তু রাত গভীর হওয়ার কারণে প্রথমে গেইট খুলতে চাইনি ইব্রাহিমের স্ত্রী লাকী,এক পর্যায়ে তাদের হুমকি – ধমকি ও গালাগালি সহ্য করতে না পেরে গেইট খুলতে বাধ্য হয়, গেইট খোলার সাথে সাথে গোলাম কাদির সহ কয়েকজন লোক ভিতরে প্রবেশ করে বিছানায় শোয়া প্যারালাইসিস রোগি ইব্রাহিম কে উপর্যুপরী কিল- ঘুষি মারতে থাকে গোলাম কাদির সহ তিন চার জন। শুধু মাত্র গেইট খুলতে দেরি হওয়ার কারণে তাকে মারধর করেছে বলে জানিয়েছেন ইব্রাহিম।
এই বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এই বিষয়ে জাসাস নেতা গোলাম কাদির এর সাথে কথা হলে তিনি বলেন অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটনাটি ঘটেছে দীর্ঘ দিন যাবত মোজাম্মেলের কাছ থেকে আমার পাওনা টাকা আদায় করতে পারছিনা, কিন্তু সে গেট খুলতে দেরি করায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে