ইউসিবি বাফুফে অ-১৫ ফুটবল লীগ ২০২৫। ঢাকা জেলা কে ৩-১ গোলে হারিয়ে নারায়ণগঞ্জের ২য় জয়। শনিবার (০৩ মে ২০২৫) ইউসিবি বাফুফে অ-১৫ ফুটবল লীগ ২০২৫ এর ঢাকা জোন-২ এর দ্বিতীয় দিনের খেলায় বৃহত্তর ঢাকা জেলা অ-১৫ ফুটবল টিম কে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে নারায়ণগঞ্জ জেলা ফুটবল দলের জয়লাভ। খেলার ২য় মিনিটেই নারায়ণগঞ্জের পরিকল্পিত আক্রমনে ফরোয়ার্ড রাহিম ঢাকার ডি বক্সে ঢুকে পড়লে ঢাকার ডিফেন্ডার তাকে ফাউল করলে রেফারী পেনাল্টির বাঁশি বাজান।নারায়ণগঞ্জের স্টপার ব্যাক পেনাল্টি শট নিলে ঢাকা গোলরক্ষক বাদিকে ঝাপিয়ে ফিরিয়ে দিলে ফিরতি বলে নারায়ণগঞ্জ এর স্টপার ব্যাক আদেশ বর্মন বা পায়ে কোনাকুনি শটে ঢাকার গোলকিপারকে হতাশায় ডুবিয়ে নারায়ণগঞ্জ কে ১-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধ উভয় দলই একের পর এক আক্রমন চালাতে থাকলেও আর কোন গোলের দেখা না পেলে ১-০ গোলে প্রথমার্ধ বিরতিতে যায়। দ্বিতীয়ার্ধে ঢাকা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে।দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের সময় নারায়ণগঞ্জের ইসমাইল ও রাহিমের ওয়ান টু ওয়ান পাসে ফাঁকায় দাড়ানো বদলি ফরোয়ার্ড অমিত ঢাকা একজন ডিফেন্ডার কে কাটিয়ে গোলরক্ষক এর বা দিকে কোনাকুনি শটে বল জালে পাঠালে ২-০ গোলে এগিয়ে যায় নারায়ণগঞ্জ জেলা।দু গোলে পিছিয়ে পড়লে ও ঢাকা খেলোয়াড়েরা হাল ছাড়েনি বরং বার বার নারায়ণগঞ্জের গোল মুখে হানা দিতে থাকে।ঢাকার ধারাবাহিক আক্রমনে নারায়ণগঞ্জের রক্ষনে চিড় ধরে। নারায়ণগঞ্জের লেফ্ট উইগার লামিম ঢাকার ফরোয়ার্ড কে ফাউল করলে রেফারি পোনাল্টির নির্দেশ দিলে ঢাকা জেলা একটি গোল ২-১ করলে খেলায় আবার উত্তেজনা তৈরী হয়।দ্বিতীয়ার্ধের ৪০ মিনিটে স্ট্রাইকার ইসমাইল এর বাড়ানো বলে হাসিব ঢাকার দুই ডিফেন্ডার কে কাটিয়ে নারায়ণগঞ্জ কে ৩-১ গোলের জয় নিশ্চিত করেন এবং দলের পক্ষে তৃতীয় গোলটিই হাসিবকে খেলার সেরা খেলোয়াড় মনোনীত করে।