নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভূইগড় মাহমুদপুর এলাকায় মাহমুদপুর ঈদগাঁ কমিটির সভাপতি, মাহমুদপুর আল-আকসা জামে মসজিদের সভাপতি, কুতুবপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও কিশোর গ্যাং লিডার জহিরুল ইসলাম এবং রিয়াজ, শুভ,হাসানের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।
৩ই মে রোজ শনিবার সন্ধায় মাহমুদপুর করিম মার্কেট বটতলা এলাকায় আব্দুর রহমান বিশ্বাস এর কার্যালয় উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে আব্দুর রহমান বিশ্বাস বলেন দীর্ঘ বছর ধরে প্রত্তিক ভাবে এই এলাকায় সামাজিক কাজে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছি। এলাকায় এবং মসজিদ মাদ্রাসা স্কুল ঈদগাঁ সহ বহু সামাজিক প্রতিষ্ঠানে আমি আব্দুর রহমান বিশ্বাস নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
সমাজের এক শ্রেণীর মানুষ জহিরুল ইসলামের মত যারা কিশোর গেং লিডার সমাজকে নষ্ট করার জন্য বিভিন্ন কিশোর গ্যাং দিয়ে মাদক সন্ত্রাস চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছেন। আমি এই মাদক সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছি সমাজের সকল মুরুব্বী এবং সামাজিক লোকদের নিয়ে।
গত ২৩ এপ্রিল ভূইগড় মাহমুদপুর করিম মার্কেট এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জহিরুল ইসলামের নেতৃত্বে রিয়াজ শুভ হাসান একদল কিশোর গ্যাং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একজন ট্রাক ড্রাইভার কে মারধর করে ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, এসময় এলাকাবাসী দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করে ফতুল্লা থানা পুলিশের হাতে তুলে দেন।
এই ঘটনার রেস ধরে গত ২৭ এপ্রিল ফতুল্লা মডেল থানায় আব্দুর রহমান বিশ্বাস সহ এলাকায় সামাজিক প্রায় ৭ জনের নাম উল্লেখ করে ফতুল্লা মডেল থানা একটি মিথ্যা মামলা দায়ের করেন।
উক্ত মিথ্যা মামলাটি একেবারেই বানোয়াট যেখানে বাদি জহিরুল ইসলাম উল্লেখ করেন তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তিন লক্ষ টাকা নিয়ে যায়, কিন্তু মাহমুদপুর পাকার মাথায় এলাকায় জহিরুল ইসলামের কোন রড সিমেন্ট এর দোকান নাই।
আমি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক নারায়নগঞ্জ জেলা পুলিশ সুপারের এবং ফতুলা মডেল থানার ওসি মহোদয়ের দৃষ্টি কামনা করছি উক্ত মামলা তদন্ত-পূর্ব যারা দোষী তাদের বিরুদ্ধে আইন অনেক ব্যবস্থা গ্রহণ করা হোক অন্যথায় যারা মিথ্যা মামলা করেছেন অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করা দাবি জানাচ্ছি।