ফতুল্লায় দু’টি ডাইং কারখানাসহ পাঁচ শতাধিক অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সাথে দুটি কারখানাকে জরিমানা করা হয়েছে দুই লাখ টাকা।
এর মধ্যে একটি ডাইং কারখানার বাড়ির মালিকের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় দিয়ে অবৈধভাবে গ্যাসের সংযোগ নেয়ার অভিযোগও পাওয়া গেছে।
বুধবার (১৪ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার দেওভোগ নাগবাড়ি ও শাসনগাঁও এলাকায় তিনটি স্থানে এই অভিযান পরিচালনা করেন জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান।
এসময় দেওভোগ নাগবাড়ি এলাকায় আয়মান হোসিয়ারী এন্ড কালার ও শাসনগাঁও এলাকায় এম আর ইয়ার্ণ ডাইং নামে দুইটি ডাইং কারখানার অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত বিপুল পরিমান পাইপ, রাইজার ও বার্ণার। একই সাথে দুটি কারখানার মালিকপক্ষকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এছাড়া চাঁদনী হাউজিং এলাকায় অর্ধশত বাসা বাড়ির দুই শতাধিক অবৈধ সংযোগও বিচ্ছিন্ন করে তিতাস কতৃপক্ষ। পরে অবৈধ সংযোগস্থলগুলো স্থায়ীভাবে সীলগালা করা হয়।