নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড মেম্বার ও আওয়ামী ক্যাডার ভাল্লুক আবদুর রশিদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর তার বাহিনীর অত্যাচারের মাত্রা যেন বেড়ে গেছে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হওয়ার পর থেকেই তার বিরোধীতাকারী তৃনমুল বিএনপির নেতাকর্মীদেরকে হুমকী ও মিথ্যা মামলার ভয় দেখানোরও অভিযোগ পাওয়া গেছে।এক সময়ের শামীম ওসমানের একনিষ্টকর্মী এ রশিদ বর্তমানে লিকভাবে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ জিয়্উার রহমান,দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি দিয়ে কিভাবে পোষ্টার ছাপিয়ে বিএনপি হওয়ার চেষ্টা চালায় তা নিয়েও দ্বিধার মধ্যে রয়েছে তৃনমুল বিএনপির নেতৃবৃন্দ।
স্থানীয় তৃনমুল বিএনপির নেতৃবৃন্দের দাবী, কিছুদিন আগেও বক্তাবলী এলাকায় আবদুর রশিদের বাহিনীর লোকজন শ্রমিক দলের অফিস ভাংচুর কওে এবং শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার ছবিগুলোও ভাভংচুরের কবল থেকে মুক্ত থাকেনি রশিদ বাহিনীর কাছে। এ ঘটনায় বক্তাবলী শ্রমিক দলের নেতৃবৃন্দরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করেন এবং জেলা পুলিশ সুপারের নির্দেশে রশিদ এর বিরুদ্ধে মামলাও হয়েছে। সেই মামলায় জামিন নিয়ে মামলার বাদীকেও বিভিন্নভাবে হয়রানী করেন মামলা প্রত্যাহারের জন্য।
তারা আরও বলেন,ফতুল্লা মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র হত্যার একাধিক মামলার আসামি হওয়ার কারনে রশিদ মেম্বারকে চট্টগ্রাম হতে আটক করা হয়েছিলো। তার মত একজন আওয়ামীলীগের নেতাকে আবার কিভাবে বক্তাবলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে তাও বোধগম্য নয়। কারনে ইউপির নিয়ম অনুযারী প্যানেল চেয়ারম্যান ১ ও ২ এর মধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন সে জায়গায় ছাত্র-জনতার উপর হামলার দায়ে মামলার আসামীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়েছে এর সদৃত্তরও চান প্রশাসনের কাছে।
বক্তাবলী ইউনিয়ন সহ আশেপাশ এলাকার আতঙ্ক হিসেবে দুর্ধর্ষ সন্ত্রাসী, ভূমিদস্যু, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, নৌ ডাকাত ও মামলাবাজ রশিদ মেম্বার ওরফে ভাল্লুক রশিদ ও তার বাহিনীর অন্যতম সদস্য খোরশেদ, ডাকাত জসিম, ডাকাত আলমগীর, ফেন্সি মাসুম, জুয়েল, চাঁদাবাজ ফয়সাল, ভূমিদস্যু রবিন গ্যাং এর অত্যাচার থেকে মুক্তি চাই বক্তাবলী সহ আশেপাশের এলাকার শান্তিপ্রিয় এলাকাবাসী, ব্যবসায়ী বৃন্দ।