নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মাহমুদপুর ইউনিয়নের সালমদী এলাকার শীর্ষ সন্ত্রাসী আউয়াল আড়াইহাজার থানা পুলিশের হাতে আটক হওয়ার কয়েক ঘন্টা ব্যবধানে মুক্তি পাওয়ায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ঢাকা বিভাগীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এর অনুসারী মাহমুদপুর ইউনিয়নের সালমদী গ্রামের চিহ্নিত সন্ত্রাসী ও চাদাঁবাজ সহ নানান অপকর্মের হোতা আউয়ালকে গ্রেফতার করে আড়াইহাজার থানা পুলিশ।
তার গ্রেফতারের সংবাদে নজরুল ইসলাম আজাদ এর অনুসারীরা বিএনপি নেতা মাসুম শিকারীর নেতৃত্বে থানা ঘেরাও করে রাখে।
উক্ত সন্ত্রাসী আউয়ালের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসী চাঁদাবাজি,মাদক ব্যবসা সহ ৫ আগস্ট আড়াইহাজার থানা অস্ত্র লুটের মামলা রয়েছে বলে জানা গেছে।
আউয়ালকে গ্রেফতারের খবরে নজরুল ইসলাম আজাদ এর অনুসারীরা থানা অবরোধ করে রাখে। পরে বিএনপি নেতা মাসুম শিকারির তদবিরে থানা থেকে ছাড়া পেয়ে যায়।
এ ব্যাপারে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দিন মুঠোফোনে জাগো নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আউয়ালকে গ্রেফতার করে তথ্য যাচাই করে নেগেটিভ পাওয়া গেছে। সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।