ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাকান্ডের মামলাসহ একাধিক মামালার আসামি আলমকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে ফতুল্লা থানাধীন শিবুমার্কেট এলাকার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ফতুল্লা মডেল থানার (ওসি) অপরেশন আনোয়ার হোসেন জানান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আন্দোলনকারীদের ওপর গুলি বর্ষন সহ হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আলম এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ফতুল্লা মডেল থানার ৩৩নং মামলার এজাহার ভুক্ত আসামী।
‘গোপন সূত্রে জানা যায় যে, আলম ও তার ভাই মিঠু এলাকায় আত্মগোপনে রয়েছে। রাতেই অভিযান চালিয়ে তাকে আটক করি। পরবর্তীকালে তাকে ফতুল্লা মডেল থানার বৈষম্যবিরোধী ছাত্র হত্যা ৩৩ নং মামলায় তাকে আদালতে পেরন করা হয়।