মাইনুল ইসলাম রাজু, আমতলী বরগুনা প্রতিনিধি:- আজ সকালে এডুকোর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের আওতায় এনএসএস লোকজ রিসোর্স সেন্টারে মৌলিক ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন হয়েছে। এনএসএস দেড় মাস ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রশিক্ষনে ১৫ জন Adloscent and Youth Club সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষন পরিচালনা করেন ইঞ্জিনিয়ার তানবির মোরশেদ নাদিম।