নিজস্ব প্রতিবেদক : ডেমরা থানাধীন সারুলিয়া ওয়াসা রোডে প্রকাশ্যে চলছে যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটের সহযোগী রাসেলের জুয়ার বোর্ড। অনুসন্ধানে জানা যায় রাসেল সাবেক যুবলীগ নেতা ক্যাসিনো সম্রাটের সহযোগী হিসেবে দীর্ঘদিন আওয়ামী যুব লীগের রাজনীতি করেছেন।
রাসেল বর্তমানে ওয়াসা রোডে মুদি দোকানের আড়ালে বসিয়েছেন জুয়ার আসর যেখানে প্রকাশ্য ক্রামবোর্ড, তাস, ছক্কা ও মোবাইলে ক্রিকেট খেলার হার,জিতের নামে বাজি ধরে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার জুয়ার আসর বসিয়েছেন বলে জানা যায়। ওয়াসা রোডের এই জুয়ার আসরে জড়িয়ে পড়েছেন ডেমরা, সারুলিয়া সহ আশপাশের এলাকার তরুণ কিশোরেরা।
অনুসন্ধানে আরও জানা যায় রাসেলের জুয়ার আসরের ভাগ পায় ক্যাসিনো সম্রাট সহ অনেকেই। যুবলীগের এই ক্যাডারের আশপাশে রয়েছে বিএনপির নেতাকর্মীদের পদচারণা বিএনপি’র নেতাকর্মীরা একাধিকবার তাকে বাধা দিলেও তিনি অদ্যবধি জুয়ার আসর টি বন্ধ করেননি। বর্তমানে এলাকায় তাকে সবাই এক নামে জুয়ারু রাসেল নামেই চিনেন। ষাটের উর্দ্ধে নাম প্রকাশে অনিচ্ছুক ৩/৪ জন মুরুব্বি বলেন কোন দেশে বসবাস করি জানা নেই চোরা মালেকের নাতি যাকে সবাই মালেক চোরের নাতি হিসেবে চিনে সে আজ প্রকাশ্য সমাজ ধ্বংস করছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না আইনশৃঙ্খলা বাহিনী ও নিশ্চুপ এর রহস্য কি আমাদের জানা নেই আমরা চাই সমাজের স্বার্থে, প্রজন্মের স্বার্থে তাকে দ্রুত আইনের আওতায় এনে ওয়াসা রোডকে মদ, গাজা,ও জুয়া মুক্ত করা হোক।
এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ আলাপকালে মাহমুদুর রহমান বলেন আমি তাকে চিনিনা রাসেল কেন যে কেউ অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো, আপনাদের মাধ্যমে বিষয়টি শুনেছি আমরা অতি দ্রুতই ওয়াসা রোডকে মদ, গাজা ও জুয়া মুক্তকরণে লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করব। ডেমরা থানা পুলিশ তথা বাংলাদেশ পুলিশ সকল অন্যায়ের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে আমরা এ সমাজকে একটি শান্তিপূর্ণ সমাজে রূপ দিতে সকলের সহযোগিতা চাই। ঘটনায় অভিযোগে অভিযুক্ত রাসেলের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি