মোঃ হারুন অর রশিদ:- রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে হামলার শিকার হন ভিপি নুর। গুরুতর আহত অবস্থায় তাকে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মালিবাগ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা।
গণ অধিকার পরিষদ, জামালপুর জেলার সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু এবং বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শাহরিয়ার আহমেদ সুমনের নেতৃত্বে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।