ফতুল্লায় মৃত মালেক মেম্বারের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দলের সদস্যরা ওয়াড্রপের ড্রয়ার ও কাঠের আলমারীর তালা ভেঙ্গে সাড়ে ১১ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৫৫ হাজার লুট করে নিয়ে যায়।
শনিবার (৩০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লা ইউনিয়ণ পরিষদের ৫ নং ওয়ার্ড মেম্বার বাসেদ আলীর বাসায় এ ঘটনা ঘটেছে।
জানা যায়,সকাল ৯ টার দিকে পরিবারের সবাইকে নিয়ে বাসা তালা বন্ধ করিয়া তার আত্মীয় বাসায় চলে যায়। বিকাল সাড়ে তিন টার দিকে পরিবারের অন্য সদস্যরা দেখতে পায় দরজার তালা ভাঙ্গা ও ঘরের আসবাব পত্র এলোমেলো অবস্থায় পরে আছে। তাৎক্ষণিক বিষয়টি্ এরশাদকে জানালে তিনি ছুটে আসেন। পরে এ ঘটনার মালেক মেম্বারের ছেলে মোঃ এরশাদ বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনায় দায়ের করা অভিযোগের তদন্ত কর্মকর্তা ফতুল্লা থানার উপ পরিদর্শক (এসআই) কবির হোসেন জানান, এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত চোর সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।