মোঃ হারুন অর রশিদ:- জামালপুরের বকশীগঞ্জে শিক্ষক কর্মচারী ফোরামের (বাবেশিকফো) উদ্যোগে,পরিচিতি ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধান আলোচক, মোঃ রফিকুল ইসলাম
মহাসচিব, বাবেশিকফো, কেন্দ্রীয় কমিটি ঢাকা।
বুধবার (০১) অক্টোবর চন্দ্রাবাজ রশিদা বেগম স্কুল এন্ড কলেজের হলরুমে পরিচিত ও মত বিনিময় সভায় বাংলাদেশ জামালপুর জেলা বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের আহবায়ক ও কেন্দ্রীয় বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলামের সভাপতিত্বে, বাংলাদেশ বেসরকারি শিক্ষক- কর্মচারী ফোরামের জামালপুর জেলার যুগ্ম সম্পাদক, নিলাক্ষিয়া আর,জ, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শহিদুল আলম রুপনের সঞ্চালনায়,
এসময় বক্তব্য রাখেন, বাবেশিকফো,কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফিকুল ইসলাম,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব তোফায়েল সরকার, যুগ্ম মহাসচিব আব্দুল মমিন, যুগ্ম মহাসচিব আব্দুল মতিন, বাবেশিকফো জামালপুর জেলার আহবায়ক, চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের, অধক্ষ রফিকুল ইসলাম, অধক্ষ্য আব্দুর রশিদ, অধক্ষ্য মশিউর রহমান রন্জু, অধক্ষ্য শাহজাহান আলী, অধক্ষ্য আবুল কালাম আজাদ, অধক্ষ্য আব্দুল মান্নান,প্রধান শিক্ষক সুজাউদ্দিন, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মামুনুর রশিদ, কার্যকরী সদস্য শফিকুল ইসলাম শরিফ, প্রধান শিক্ষক রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, আমরা শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ যে আন্দোলন সংগ্রাম শুরু করেছি, সেই আন্দোলন আদায় না হওয়া পর্যন্ত সবাই কাধে কাধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাবো এবং সকল শিক্ষক কর্মচারীদের বিপদে এগিয়ে যাবো বলে আশ্বাস দেন বক্তরা।