একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ বিনির্মাণের দৃঢ় প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো ‘কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ’। এ উপলক্ষে বুধবার ০১-১০-২০২৫ ইং রাজধানীর যাত্রাবাড়ী কাজলা হামিদ কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে আয়োজিত এই মাহফিলে দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা ও চিন্তাবিদগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক মুফতী ছাকিবুল ইসলাম কাসেমী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য একটি সত্যিকারের কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা অপরিহার্য। তারা কুরআন ও সুন্নাহর আলোকে একটি ন্যায়পরায়ণ সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন, যেখানে ধনী-গরীব নির্বিশেষে সকলের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন—প্রধান অতিথি শায়েখ মুসা আল হাফিজ হাফি. (চেয়ারম্যান, ইসলামি হিস্ট্রি অ্যান্ড কালচার অলিম্পিয়াড বাংলাদেশ) বিশেষ অতিথি, মুফতী রেজাউল করীম আবরার. (কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ)
আরো আলোচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে হাজী মুহা. ইবরাহিম খলীল কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। মুফতী মাহফুজ মুসলেহ সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রাবাড়ী থানা। মুফতী ইমাম উদ্দীন সহসভাপতি, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,ঢাকা মহানগর দক্ষিন।
মাওলানা হাবিবুর রহমান সভাপতি, ওলামা ওয়ার্ড যাত্রাবাড়ী মধ্য থানা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মুফতী হাসান সাহেব, সভাপতি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ যাত্রাবাড়ী থানা মাও. এহসান আহমদ খাঁন সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিস যাত্রাবাড়ী থানা।
বক্তাগণ ‘কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ’-এর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এর লক্ষ্য অর্জনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ অতিথির বক্তব্যে মুফতী রেজাউল করীম আবরার বলেন, সকল ইসলামপন্থীদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আগামীর বাংলাদেশে ইসলাম কে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে হবে। ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদের অভিশাপ থেকে জাতিকে মুক্ত করতে হবে ৷
প্রধান অতিথির আলেচনায় শায়েখ মুসা আল হাফিজ বলেন, দেশের সকল সেক্টরকে কল্যাণধর্মী নীতিমালার আলোকে সাজাতে পারলেই তা প্রকৃত কল্যাণ রাষ্ট্র হবে ৷ ইসলামী জীবন ব্যবস্থার বহুমাত্রিক কল্যাণকামিতা ছাড়া তা কখনও প্রতিষ্ঠিত করা সম্ভব নয় ৷ তারপর তিনি ইসলামী রূপরেখার কল্যাণ রাষ্ট্রের সুন্দর উপকারিতাগুলো তুলে ধরেন ৷
সভাপতির বক্তব্যে মুফতী ছাকিবুল ইসলাম কাসেমী সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সকলের কাছে দোয়া চান। তিনি বলেন, বিপ্লব পরবর্তী বাংলাদেশে ইসলামের জোয়ার এসেছে ৷ অন্যান্য স্যাকুলার দলের জুলুম ও দু:শাসনের যাতাকলে নিষ্পেসিত হয়ে এখন জনগণ কল্যাণধর্মী ইসলামী রাষ্ট্র দেখার অপেক্ষা করছে ৷ তাই কোটি জনতার এই স্বপ্নপূরণের জন্য সকল ইসলামী ও সমমনা দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে ৷ কল্যাণরাষ্ট্রকামী সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রয়াস কে আরো বেগবান করার জন্যই কল্যাণ রাষ্ট্র পরিষদ কাজ করে যাবে ৷ তিনি আরো বলেন ‘কল্যাণ রাষ্ট্র পরিষদ বাংলাদেশ’ দেশের মানুষের জন্য কাজ করবে এবং একটি সুন্দর ও শান্তিময় বাংলাদেশ নির্মাণে দৃঢ়প্রতিজ্ঞ। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।