অসুস্থ নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক সাগর প্রধানকে দেখতে তার বাসভবনে গেলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন।
বৃহস্পতিবার (২ আক্টোবর) বিকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়িস্থ সাগর প্রধানের বাসভবনে যান মুহাম্মদ গিয়াসউদ্দিন।
মুহাম্মদ গিয়াসউদ্দিন সাগর প্রধানের বাসভবনে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রæত সুস্থতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জি,এম,সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি,এইচ,বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সহ-সভাপতি নাজিমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, মমতাজ উদ্দিন মন্তুু, ডালিম প্রধানসহ আরো অনেকে।
এসময় মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, আমরা রাজনীতি করি মানুষের জন্য, আমাদের সহকর্মী যদি কেউ অসুস্থ হয় এবং তাদের পরিবারের কেউ যদি কোন সমস্যায় পরে তাহলে আমরা যেন তাদের খোঁজখবর রাখতে পারি এবং তাদের জন্য দোয়া করতে পারি এবং তাদের পাশে এসে এভাবে দাড়াঁতে পারি। সাগর প্রধানসহ যারা অসুস্থ তাদের জন্য আমরা সবায় দোয়া করব আল্লাহতালা তাদের যেন সুস্থ করে দেন।