সিদ্ধিরগঞ্জে সাইনবোর্ড মিতালী মার্কেটের ব্যবসায়ী ওবায়েদুল করিম জিয়াদ কে হত্যার উদ্দেশ্যে হামলা, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে মিতালী মার্কেট সাইনবোর্ড ব্যবসায়ী বৃন্দ।
বৃহস্পতিবার ( ২ অক্টোবর) সকাল ১১ টার দিকে মিতালী মার্কেটের ১নং গেইটস্থ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে এই মানববন্ধন করে ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মোহাম্মদ নুর আলমের সভাপতিত্বে ও ব্যবসায়ী মোহাম্মদ তুহিনের পরিচালনায় উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী গণতন্ত্রিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি সভাপতি আমির হোসেন বাদশা।
এসময় আরো উপস্থিত ছিলেন মিতালী মার্কেট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আব্দুস সালাম, আব্দুর রশীদ, জয়নাল আবেদীন জুয়েল, যুগ্ম-সম্পাদক বিল্লাল হোসেন, ২নং ওয়ার্ড বিএনপির সাবেক প্রচার-সম্পাদক আবু তাহের মুন্সিসহ আরো অনেকে।
এ সময়ে প্রধান অতিথির বক্তব্য আমির হোসেন বাদশা বলেন, আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই আমার ব্যবসায়ী ভাই জিয়াদের ওপরে যে সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে তাদেরকে অতি দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।
মিতালী মার্কেটে যারা চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকান্ড করে ও ব্যবসায়ীদের মাঝে ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে তাদেরকেও আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, এই হামলার বিচার আমরা যদি না পাই তাহলে আমরা ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যাব, আমি বিগত দিনে ব্যবসায়ী ভাইদের সাথে ছিলাম, এখনো আছি ভবিষ্যতে থাকব ইনশাআল্লাহ।