ফতুল্লা রিপোর্টার্স ক্লাব ২২ বছর পেরিয়ে ২৩ বছর পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যা লির আয়োজন করেছে।শনিবার (৪ অক্টোবর) সকাল-১১ ঘটিকায় ক্লাব মিলনায়তনের সামনে থেকে র্যালি বের হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শরিফুল ইসলাম।
শরিফুল ইসলাম বলেন, বিগত সময়ে ফতুল্লা রিপোর্টার্স ক্লাব সুনামের সাথে কাজ করে ব্যপকভাবে প্রশংসিত হয়েছে। আশা করি ভবিষ্যতেও তারা তাদের সুনামের প্রতি লক্ষ্য রেখে নারায়ণগঞ্জের সাংবাদিকতায় ভুমিকা রাখবে।
তিনি আরও বলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাব অত্র অঞ্চলে সাংবাদিকদের একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলবে, যার উপর ভিত্তি করে সকল অন্যায়, অবিচার, মাদক ও কিশোর গ্যাং মুক্ত এলাকা প্রতিষ্ঠিত করা সম্ভব হবে।
র্যালিতে আরো উপস্থিত ছিলেন,ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নূরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, সাংবাদিক কামাল হোসেন, জাহাঙ্গির হোসেন, তালুকদার রিংকু, পঙ্কজ দাস সহ সমাজের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ মনির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, কার্যনির্বাহী সদস্য রণজিৎ মোদক, সদস্য আজমীর ইসলাম, আমির হোসেন মোল্লা, সেলিম হোসেন।
প্রসঙ্গ, ২০০৩ সালের ৩১ অক্টোবর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে ফতুল্লা থানাধীন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।