নারায়ণগঞ্জের পাগলা এলাকার বহুরুপী শ্রমিক নেতা বাবুল পোশাক বদলের মত বারবার তার রুপ বদল করে। সে কখনো আওয়ামী লীগ আবার কখনো বিএনপির।যখন যে দল ক্ষমতায় আসে সেই দলের কর্মী বা নেতা বনে যান এই বহুরুপী নেতা।
এই নেতা আওয়ামী সরকারের আমলে জাতীয় শ্রমিক লীগ কাউসার আহমেদ পলাশ ও নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাথে সখ্যতা গড়ে তুলে নিয়ন্ত্রণ করেছেন নারায়ণগঞ্জের পাগলা তালতলা ও মুন্সি খোলা এলাকার পরিবহন সেক্টর।
এছাড়াও পাগলা এলাকার কল কারখানায় ছিল তার একক রাম রাজত্ব, নামে নয় যাকে নেতা বলেই চিনতো সবাই । সেই নেতাই এখন ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির নেতাকর্মীরা জানান, তিনি একসময় বিএনপির রাজনীতি করতেন। গত সরকারের আমলে আওয়ামী লীগের হয়ে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডে সরব উপস্থিতি ছিল তাঁর। এমনকি নিজের আখের গুছাতে আওয়ামী লীগ দলের হয়ে কাজ করেছেন বহুরুপি বাবুল।
তিনি শ্রমিকলীগ নেতা কাউসার আহমেদ পলাশ কে নৌকা উপহার দিয়ে যিনি আওয়ামী নেতা প্রকাশ পেলেন সেই তিনিই কিভাবে ফতুল্লা থানা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হয় এ নিয়ে বিএনপি’র ত্যাগী নেতাকর্মীদের নানা প্রশ্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন হাইব্রিডরাই যদি হয় বড় নেতা তাহলে ত্যাগীদের মূল্যায়ন কোথায়।গত ৫ আগস্টের পর সবাই বিএনপি হয়ে গেছে। আগে বিএনপির মিছিল করতে লোক পাওয়া যেত না, এখন বিএনপি’র ত্যাগী মঞ্চে জায়গা পায় না। বাবুল আগে আওয়ামী নেতাদের সাথে মিলে অন্যায় অপরাধ করেছে, তিনি এখন বিএনপির বড় নেতা।