মোঃ হারুন অর রশিদ:- বকশীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন মতবিনিময় করেছেন।
শনিবার (১৩ অক্টোবর) দুপুর ২ টায় মডেল মসজিদ মিলনায়তনে বকশীগঞ্জ কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন গণমাধ্যম কর্মীদের সাথে এ মতবিনিময় সভা করেছেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন বলেন, বিএনপি কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা একটি মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে গণতন্ত্র ও ভোটাধিকারের সংকট উত্তরণের একমাত্র পথ হলো জনগণের ঐক্য। বিএনপি সেই ঐক্যের প্রতীক হয়ে ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়ে জনগনের সরকার গঠন করতে চায়।
তিনি আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্টকাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষে সবাই’কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান ও সাংবাদিকদের সহযোগিতা চান, শাহজাহান শাওন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনারদের যতো দাবি আছে, বকশীগঞ্জ দেওয়ানগঞ্জের সাবেক সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত ভাইয়ের সাথে কথা বলে আপনাদের সকল সমস্যা সমাধান করার চেষ্টা করবো এবং কেউ যেন আপনাদের হয়রানি না করতে পারে, সব সময় আপনাদের পাশে থাকবো বলে আশ্বাস দেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি শাহজাহান শাওন।