সরকারি নির্দেশনা অনুযায়ী সারাদেশে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও ফতুল্লার কুতুবপুর এলাকা যেন এর ব্যতিক্রম। অবাধে চলছে অবৈধ গ্যাস সংযোগের মহা উৎসব ও রমরমা বাণিজ্য। তবে রাজনৈতিক পরিবর্তনেও গ্যাসের চুরি থেমে নেই ।
চিতাশাল এলাকার গ্যাস চোর ফারুক এলাকার কিছু নামধারী বিএনপি নেতাদের ছত্রছায়ায় বেপরোয়া হয়ে উঠেছে। ফতুল্লা তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানীর সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে গ্যাস চোর ফারুক নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা চিতাশাল বউবাজার দেলপাড়া টাওয়ার পাড় সহ বিভিন্ন মহল্লার প্রতিটি বাসাবাড়িতে অবৈধ সংযোগ দিয়ে যাচ্ছে এবং অফিসের নাম করে হাতিয়ে নিচ্ছে দেড় থেকে দুই লাখ টাকা ।
আর প্রতি মাসে চুলাপ্রতি দেড় থেকে ২ হাজার টাকা আদায় করে নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন কলকারখানায় আকারভেদে বৈধ সংযোগের সঙ্গে অবৈধ সংযোগ দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছে সর্বনিম্ন তিন থেকে চার লাখ । অবৈধভাবে নিম্নমানের পাইপ স্থাপন, রাইজার, রেগুলেটরের মাধ্যমে গ্যাস সংযোগ নেওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছে।
অনুসন্ধানে বেরিয়ে আসে,রাতের আঁধারে অবৈধ গ্যাস সংযোগের ঘটনাগুলো সাধারণত রাতে কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে করা হয়। অবৈধভাবে গ্যাস নেওয়া এবং ব্যবহার করার ফলে গ্যাস লিক হয়ে বড় ধরনের দুর্ঘটনা, যেমন বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটে থাকে।
এছাড়া এটি তিতাস গ্যাস কোম্পানির মতো সংস্থার জন্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, এই ধরনের অবৈধ সংযোগ থেকে কোনো বিল পায় না। তবে তিতাস গ্যাস অফিসের কিছু অসাধু কর্মকর্তার কাছ থেকে গ্যাস চোরের দালাল চক্ররা ছিলসহ গ্যাস বিল দেওয়ার বই পৌছে দেয় গ্রাহকের হাতে এবং তাদের বলে দেয় প্রতিমাসে অথবা ছয় মাসে একবার এসে বাসা থেকে বিল নিয়ে যাবে।
গ্যাস চুরি বন্ধ করতে হলে অবৈধ গ্যাস সংযোগের বাড়িওয়ালা সহ সংযোগদাতাকে জরিমানা না করে আইনের আওতায় আনলে তাহলে অবৈধ গ্যাস সংযোগ বন্ধ হবে। এই ধরনের অবৈধ সংযোগ রোধে প্রশাসনের কঠোর নজরদারি এবং স্থানীয় জনগণের সচেতনতা জরুরি।

						
								



















