মোঃ হারুন অর রশিদ-: সারাদেশে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পৌর (বিএনপি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকালে পৌর বিএনপির দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষাভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল। সমাবেশে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাসুদ বকশীগঞ্জ, সহ-সভাপতি বিল্লাল হোসেন, সহ-সভাপতি খায়রুল ইসলাম খোকা, সহ-সভাপতি হাসেন আলী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক জাহিদুল, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, সহ-সাংগঠনিক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল কাদের, পৌর যুবদলের সি: যুগ্ম আহ্বায়ক তৌহিদ মেহেদী, সদস্য সচিব তানজির আহাম্মেদ সুজন, সুরুজ্জামান বাবু, মোঃ রাজিব মিয়া, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক শেখ রহমত আলী, যুগ্ম আহবায়ক আজাদ, পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন আল-মামুন, সদস্য সচিব আহাম্মেদ সায়েম, যুগ্ম আহবায়ক সিয়াম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক আবদুল মতিন, কলেজ ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আখিঁব, সি: যুগ্ম সাধারণ সম্পাদক অপূর্ব সিয়াম প্রমুখ।





















