মোঃ হারুন অর রশিদ-: পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক সিয়াম সিদ্দিকী বকশীগঞ্জ সিমারপাড় স্কুল মাঠে খেলোয়াড়দের মাঝে ফুটবল উপহার বিতরণ।
(১৫ নভেম্বর) শনিবার দুপুর ৩ টায় বকশীগঞ্জ পৌরসভা ৭নং ওয়ার্ডে সিমাড়পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল প্রেমিদের মাঝে ফুটবল উপহার বিতরণ করেন।
এসময় তিনি মাঠের খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলেন, আমি দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ রাজনৈতিক ছাত্রসংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শের সাথে যুক্ত। ২০২০ সালে আমাকে জামালপুরের বকশীগঞ্জে পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক পদে পদায়ন করা হয়। যাদের সহযোগিতায় আমি এই সম্মানিত পদ পেয়েছি তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা যারা ছাত্র রাজনীতি করি তারা অধিকাংশই বেকার। আমাদের ইচ্ছা থাকলেও মানুষের জন্য খুব বড় ধরণের কিছু করতে না পারলেও এ সমাজের জন্য ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। আপনারা যারা এখনও মাঠে খেলাধুলা করেন তাদের প্রতি সবসময়ই আমাদের ভালোবাসা থাকবে এবং খেলাধুলার যেকোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আপনাদের পাশে থাকবে। তিনি আরও বলেন, বিশেষ করে বর্তমানে সব এলাকায় মাদকের যে ভয়াবহতা বৃদ্ধি পেয়েছে এবং মোবাইল ফোনের মাধ্যমে জুয়া ও নানা ধরণের গেমস খেলায় আসক্ত হয়ে পড়ছে তাদেরকে এ পথ থেকে ফেরাতে খেলাধুলার কোনো বিকল্প নেই। কারণ এগুলো নিয়ে ছোট ছোট বাচ্চারাও আজ ব্যস্ত সময় পার করছে। ফলে মানষিক বিকারগ্রস্ত হয়ে পড়ছে। এসবের প্রতিরোধে খেলাধুলা অন্যতম ভুমিকা পালন করে। খেলাধুলা করলে শরীর ভালো থাকে এবং মানষিক বিকাশ ঘটে। তাই আপনাদের জন্য আমার এ সামান্যতম উপহার।





















