নারায়ণগঞ্জের গডফাদার আওয়ামী লীগের সাবেক পলাতক এমপি শামীম ওসমানের একসময়ের বডিগার্ড জিতু এখন বিএনপি নেতা আলহাজ্ব মোঃ শাহ আলমের ব্যক্তিগত সহকারি হিসেবে কাজ করছেন।
তার বিরুদ্ধে দলীয় নেতা কর্মীদের সাথে বাজে ব্যবহার,অনুষ্ঠানের নাম করে অর্থ হাতিয়ে নেওয়া,আলহাজ্ব মোঃ শাহ আলম কর্তৃক প্রদত্ত গণমাধ্যম কর্মীদের সম্মানীর একটি অংশ রেখে দেওয়ার সহ নানান অভিযোগ রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কাশিপুর ইউনিয়নবাসী জানিয়েছেন, শামীম ওসমানের বডিগার্ড হিসেবে কাশিপুর এলাকার নিরীহ মানুষের জমিজমা দখল, মাদক ব্যবসার শেল্টার দেওয়া, বিচার সালিশের নামে অর্থ হাতিয়ে নেওয়া, কেউ বাড়িঘর,জমিজমা কিনতে গেলে তাকে কমিশন দেওয়াসহ একাধিক অভিযোগ রয়েছে জিতুর বিরুদ্ধে।
জিতু নিজেকে ফতুল্লা থানা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি পরিচয় দিয়ে এবং শাহ আলমের শ্যালক পরিচয় দিয়ে বেড়াচ্ছে। জিতু অত্যন্ত দুর্ধর্ষ প্রকৃতির হওয়া ও শামীম ওসমানের বডিগার্ড হিসেবে থাকার কারনে তার বিরুদ্ধে কেউ কিছু বলতে সাহস পেত না।
শামীম ওসমানের নানান অপকর্মের সাক্ষী হলো এই জিতু। তাকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা বাদ করলে শামীম ওসমানের গোপন অনেক তথ্য বেরিয়ে আসবে বলে মনে করেন কাশীপুর এলাকার জনসাধারণ।
অপরদিকে শাহ আলমের ব্যক্তিগত সরকারি হওয়া কারনে বিএনপি নেতা কর্মীরা তাকে কিছু বললেই তাদের মারতে তেড়ে আসেন। তার বিরুদ্ধে শাহ আলমের নাম ব্যবহার করে বিএনপি নেতা কর্মীদের সাথে অসভ্য আচরণের অভিযোগ রয়েছে।তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, অত্যন্ত সুচতুর জিতু শামীম ওসমানের বডিগার্ড হিসেবে নানান অপকর্ম করে মোটা অংকের টাকা ও ধন সম্পদের মালিক বনে গেছেন। নিজেকে ফতুল্লা থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি পরিচয় দিয়ে দলের ভিতর প্রভাব বিস্তারের অপচেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।
বর্তমানে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহ আলমের ব্যক্তগত সহকারী ও বডিগার্ড এবং শ্যালক হওয়ায় তার পোয়াবারো। কোন ইউনিয়নে শাহ আলমের অনুষ্ঠান হলে আর্থিক বিষয় সহ সবকিছু জিতু দেখভাল করায় ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এটাকে তারা তাদের প্রতি অসম্মান বলে মনে করেন এবং শাহ আলমের শ্যালক বলে কিছু বলতে সাহস পাননা।
নেতাকর্মীদের দাবী এককালে শামীম ওসমানের বডিগার্ড জিতুর বিরুদ্ধে আলহাজ্ব মুহাম্মদ শাহ আলম কোন ব্যবস্থা না নিলে জিতুর কারনে শাহ আলমের জন্য বিএনপির ভোট কমতে থাকবে বলে মনে করেন সচেতন মহল।
এ ব্যাপারে জিতু’র ব্যবহৃত ( ০১৭১২০৯৪১@@) মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, মুলত ছবিটা আজ থেকে ৪ বছর আগের। কাশিপুরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিলাম। আসলে সেটা ছিল কাশিপুরের জন্য একটি সার্বজনিন অনুষ্ঠান। সেখানে সাবেক সাংসদও উপস্থিত ছিলেন। সেই ছবিটাকে ব্যবহার করে এমন অপপ্রচার করছে। আমি কখনও আওয়ামীলীগের রাজনীতি করিনি আমি বিএনপি করি এটা সত্য। আমাকে হেয় করতেই মুলত এমন অপপ্রচার করা হচ্ছে।





















