নারায়ণগঞ্জের নবাগত জেলা প্রশাসক মোঃ রায়হান কবিরকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৫টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এই শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ কামাল হোসেন, সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, সহ-সভাপতি কুতুবপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ সরকার এবং অন্যান্য নেতৃবৃন্দ।
নতুন জেলা প্রশাসক মোঃ রায়হান কবির পূর্বে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
এ সময় তারা নবাগত জেলা প্রশাসকের নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলায় হয়রানি মুক্ত, জনবান্ধব এবং কল্যাণমুখী ডিজিটাল ভূমি সেবা নিশ্চিত করার প্রত্যাশা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে জেলা প্রশাসক নারায়ণগঞ্জকে একটি সুন্দর এবং পরিষ্কার জেলা হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবেন।





















