রিমন মাতুবর, কলাপাড়া।। পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবিএম মোশাররফ হোসেন ডোর-টু-ডোর ক্যাম্পেইন শুরু করেছেন। বুধবার সন্ধ্যার পরে কলাপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় ব্যবসায়ীদের দোকানে দোকানে গিয়ে তিনি ভোটসহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ধরনের সমর্থন কামনা করেন। দিনজুড়ে তিনি গণসংযোগও করেন। এ সময় দলের উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বড়সড় জনসমাবেশের পাশাপাশি ডোর-টু-ডোর ক্যাম্পেইনের মাধ্যমে ভোটারদের মধ্যে এক ধরনের নির্বাচনী আমেজ তৈরি হয়েছে। এ আসনে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে আগে থেকেই নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে আসছেন। তারা ইতিপূর্বে প্রতিটি কেন্দ্রভিত্তিক নির্বাচনী এজেন্টের দায়িত্ব পালন করবেন এমন নেতাকর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা করেছেন।
এবারের নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মীরা কোমর বেঁধে আগেভাগেই মাঠপর্যায়ে কাজ করছেন। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মন জয় করতে নিয়মিত উঠান বৈঠক করছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া নির্দেশনা অনুসারে তার বার্তা ভোটারদের কাছে পৌঁছে দিতে এবিএম মোশাররফ হোসেনের দিকনির্দেশনায় বর্তমানে কলাপাড়া-রাঙ্গাবালী এলাকায় দলের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করছেন।





















