নারায়ণগঞ্জের ফতুল্লায় পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে এক বৃদ্ধ মহিলাকে মারধরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর ) রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরের আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে।
এঘটনায় বৃদ্ধ মহিলা রোকেয়া বেগম (৫০) বাদী হয়ে আদর্শনগর, ওয়েস করোনী এলাকার হায়দার আলীর স্ত্রী রোকসানা আক্তার (৪০), রশিদ কন্ট্রাক্টর এর ছেলে মিজান (৫০),আয়নাল (৪০),হায়দার আলী (৪৫), জিতু (২৩),রুমি আক্তার (৩৫),আঃ রাজ্জাক (৫৫),সহ অজ্ঞাতনামা ৪/৫ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ১নং বিবাদী রোকসানা তার স্বামী হায়দার আলী সম্পর্কে বিয়াই- বিয়াইন তারা তাদের ০৩ শতাংশ সম্পত্তি বিক্রয় করিবে মর্মে জানাইলে রোকেয়া বেগম সম্পত্তি ক্রয় করিতে রাজি হয় এবং বায়না নামা দলিল মূলে তাদেরকে বায়না বাবদ- ৩১ লক্ষ টাকা প্রদান করে। টাকা নেওয়ার পর থেকে বিবাদীদ্বয় বাদী রোকেয়া বেগেমের নামে সম্পত্তি রেজিষ্ট্রী করিয়া না দিয়া টালবাহানা করিয়া ঘুরাইতে থাকে। বায়নাকৃত টাকা ফেরত চাহিলেও বিবাদীদ্বয় আজ কাল দেই দিচ্ছি মর্মে বিভিন্ন তারিখ ও সময় দিয়া কালক্ষেপন করিতে থাকে। উক্ত বিষয়ে বহুবার স্থানীয় ভাবে ও পারিবারিক ভাবে আপোষ মিমাংসার চেষ্টা করিয়াও বৃদ্ধ মহিলা রোকেয়া বেগম ব্যর্থ হয় ।
পরবর্তীতে টাকা না দিয়া হায়দার আলী বিদেশে চলে যায়, এবং তাহার ইন্দনে ও পরামর্শে ১নং বিবাদীনি রোকসানা আক্তার টাকা ফেরত না দিয়া গত ০৩ বছর যাবৎ টালবাহানা করিয়া ঘুরানো সহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি ধামকি প্রদান করিয়া আসিতেছে। তারই ধারাবাহিকতায় গত ২০/১১/২০২৫ তারিখ রাত্র অনুমান ৮ টার দিকে ১ ও ৪নং বিবাদীদ্বয়ের ইন্দনে ও পরামর্শে ৭নং বিবাদী মোবাইল ফোনের মাধ্যমে রোকেয়া বেগমকে ১নং বিবাদীনি রোকসানার বাড়ীর পাশে দোকানে যাইতে বলে এবং পাওনাকৃত টাকার বিষয়ে একটা আপোষ মিমাংসার মাধ্যমে টাকা ফেরত প্রদান করিবে মর্মে আশ্বাস প্রদান করিলে রোকেয়া বেগম ৭নং বিবাদী রাজ্জাক মিয়ার কথায় সরল বিশ্বাসে ১নং বিবাদীনির বাড়ী সংলগ্ন দোকানে যায়।
রোকেয়া বেগম যাওয়ার পরপরই ১, ২, ৩, ৫, ৬ ও ৭নং বিবাদীগণ পাওনা টাকা ফেরত দেওয়ার জন্য আরও সময় চাহিলে বিবাদীগণদেরকে আর কোন সময় দিব না মর্মে জানাইয়া চলিয়া আসার সময় ১নং বিবাদীনির ইন্দনে ও পরামর্শে ২ ও ৩নং বিবাদীদ্বয় রোকেয়া বেগমের উপর ক্ষিপ্ত হইয়া এলোপাথারী মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। ২নং বিবাদী হত্যা করার উদ্দেশ্যে তাহার হাত থাকা লোহার রড দ্বারা মাথায় আঘাত করিলে উক্ত আঘাত বাম গালে লাগিয়া গুরুত্বর রক্তাক্ত ফাটা জখম হয়। পরে রোকেয়া বেগম মাটিতে লুটাইয়া পরিলে ১, ২, ৩, ৫ ও ৬নং বিবাদীগণ তাকে এলোপাথারী কিল, ঘুষি ও লাথি মারিতে থাকে। ১নং বিবাদীনি গলায় থাকা ০১ ভরি ০৩ আনি ওজনের একটি স্বর্ণের চেইন, ০২ ভরি ওজনের স্বর্ণের একজোড়া চুরি ও ০৮ আনি ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল, ২নং বিবাদী পার্সব্যাগে রক্ষিত নগদ ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ৬নং বিবাদীনি একটি এন্ড্রয়েট মোবাইল, যাহার মূল্য- ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার) টাকা নিয়া যায়। এমতাবস্থায় তাহার ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাইয়া আসিলে উক্ত বিবাদীগণ তাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও জীবন নাশের হুমকি প্রদান করে চলে যায়।





















