প্রেস বিজ্ঞপ্তি:- শুক্রবার ২৮ শে নভেম্বর জোটের অস্থায়ী কার্যালয়ে জাতীয় প্রধান সমন্বয়কারী আলহাজ্ব মাওলানা আলতাফ হোসাইন মোল্লার সভাপতিত্বে ও বাংলাদেশ মুসলিম সমাজের চেয়ারম্যান জাতীয় ঐক্য জোটের মুখপাত্র মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় জাতীয় ঐক্য জোটের অর্গানাইজিং কমিটির সভায় নেতৃবৃন্দ বলেন, বাউল সম্প্রদায় বরাবরই কোরআন হাদিসের অপব্যাখ্যা দিয়ে মহান আল্লাহ ও নবী-রাসূলদের শানে কুরুচিপূর্ণ মন্তব্য করে। তারা নিজেরা কোন ধর্মের অনুসারী তা জনগণের কাছে প্রকাশ করে না। ফকির লালন শাহ কোন ধর্মের অনুসারী সেটা সে কখনোই প্রকাশ করেনি। লালনের আখড়াসহ বাউলদের সব আখড়া গুলোতে ইসলাম ধর্মে নিষিদ্ধ মদ গাঁজা নারী পুরুষের অবৈধ মেলামেশা সমকামিতা এগুলো অহরহ ঘটে থাকে। সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই আবাস ভূমিতে এই ধরনের ন্যাক্কারজনক হীনকর্মকান্ড আর সহ্য করা হবে না। তৌহিদী জনতা কে ঐক্যবদ্ধভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সম্প্রতি বাউল আবুল সরকার আল্লাহর শানে যে কটুক্তি বাক্য বলেছেন তার দৃষ্টান্ত শাস্তি দিতে হবে।
নেতৃবৃন্দ রাষ্ট্র কর্তৃক বাউলদের অমুসলিম ঘোষণা করার জোর দাবি জানান।
সভায় সর্বসম্মতিক্রমী সিদ্ধান্ত গৃহীত হয় ৫ই ডিসেম্বর ২০২৫ শুক্রবার বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জাতীয় ঐক্য জোটের উদ্যোগে জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় বক্তব্য রাখেন জাতীয় ঐক্য জোটের মিডিয়া সমন্বয়কারী সিদ্দিকুর রহমান, জাতীয় ঐক্য জোটের সমন্বয়কারী মাওলানা ওবায়দুল হক, মাওলানা আজহারুল ইসলাম ইঞ্জিনিয়ার, তাইফুর রহমান রাহি, শাহ আলম তাহের, মোস্তফা আল ইহযায, মোঃ ইসমাইল হোসেন খান, ফয়জুল্লাহ পাঠান প্রমুখ।





















