নেতা-কর্মীদের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান বলেছেন, খাল কেটে কুমির আনতেছেন। থানা ভিত্তিক, পুলিশ ভিত্তিক আওয়ামী লীগ কেউ করতে যাইয়েন না। তাতে লাভ হবে না। আমার হাত না থাকলে এলাকায় থাকতে পারবেন না।’
মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৩টায় মাসদাইরের বাংলা ভবন কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে এক আলোচনা ও প্রস্ততি সভায় তিনি এসব কথা বলেন। আগামী ২ মার্চ (শনিবার) আয়োজিত জনসভার প্রস্ততি হিসেবে এ সভার আয়োজন করা হয়।
শামীম ওসমান বলেন, ‘একটু প্লান করে আগাতে চাই। আমি ধান্দা করতে আসি নাই। আমি ওয়াদার বরখেলাপ করবো না। ভালো লোককে সম্মান করবো। খারাপ লোকরে দুইবার বুঝাবো, তৃতীয়বার দল থেকে বাদ দিয়ে দেবো। আর যে খারাপকে প্রশ্রয় দেয় তারেও নেবো না। সে যত বড় নেতাই হোক না কেন। খারাপ লোকের দায়িত্ব আমি নেবো না। অপরাধ করলে আমি আমার বাপ-ভাইরেও ছাড়বো না।
ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আইয়ূব আলী, সাবেক ছাত্রনেতা এহ্সানুল হক নিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি প্রমুখ।