নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ননগর গ্রামের চিহ্নিত ভূমিদস্যু আহিম আলীর বিরুদ্ধে নিরীহ মানুষের জমি দখল করে আছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, ছোয়াব আলীর পুত্র আহিম আলী বর্গা নেওয়ার নাম করে দীর্ঘদিন যাবত এলাকার নিরীহ মানুষের জমি দখল করে সেই জমির মাটি অন্যত্র বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
জানা যায়,আহিম আলি মো: দাউদ এর প্রায় ১৫০ শতাংশ,মো:আমিন উদ্দিন এর প্রায় ১৫০ শতাংশ ও মোঃ সালাউদ্দিনের প্রায় ১৫০ শতাংশ জমি দখল করে রেখেছে।
আমিনউদ্দিন,দাউদ ও সালাউদ্দিনের ওয়ারিশগন জমি ফেরত চাই টালবাহানা শুরু করে আহিম আলী। এমনকি জমি কাছে আসলে জমির প্রকৃত মালিকের ওয়ারিশদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি- ধামকি দিচ্ছে বলে অভিযোগ রয়েছে।
জমির প্রকৃত মালিকগন তাদের সম্পত্তি ফেরত পেতে আহিম আলীর কাছে একাধিক গেলেও কোন কাজ হয়নি। বর্গাকৃত জমি ফেরত না দিয়ে নিজের নামে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।
উক্ত ভূমিদস্যুর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন ভূক্তভোগী মহল।





















