গতকাল শনিবার অনলাইন নিউজ পোর্টাল উজ্জীবিত বাংলাদেশ,জাগো নারায়ণগঞ্জ২৪.কমসহ স্থানীয় একাধিক পত্রিকায় ফতুল্লায় চিহিৃত মাদক ব্যবসায়ী জিলানী ফকির এখন ওলামা দলের আহবায়ক শীর্ষক সংবাদটি প্রকাশিত হওয়ার পর ওলামাদলসহ জিলানী ফকিরের নিজ এলাকা মাসদাইরের ব্যাক আলোড়ন সৃষ্টি হয়েছে। ওলামাদলের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয়রা উজ্জীবিত বাংলাদেশের সংবাদকর্মীকে সাধুবাদ জানিয়ে মুঠোফোনে জানান, প্রকাশিত সংবাদটি একটি সময়োযুগপোযোগী। জিলানী ফকির একটি চিহিৃত মাদক ব্যবসায়ী হিসেবে ব্যাপক সুপরিচিত।
বিগত সময়ে বিএনপির ব্যানারে থেকে মাসদাইরসহ আশপাশ এলাকাতে মাদক বিক্রি করেছে। বর্তমানে মোটা অংকের টাকার বিনিময়ে জেলা ওলামা দলের সভাপতি-সেক্রেটারীকে ম্যানেজ করেই নাকি ফতুল্লা থানা ওলামাদলের আহবায়ক পদটি ভাগিয়ে নেন। আর সেই প্রচারের একটি ফেষ্টুন ফতুল্লা মডেল থানা গেটের প্রবেশদ্বারে সাটিয়ে রেখেছেন। একজন চিহিৃত মাদক ব্যবসায়ী জিলানী ফকির যার বিরুদ্ধে খোদ ফতুল্লা মডেল থানাতেই একাধিক মাদক মামলা রয়েছে। অথচ সেই মাদক ব্যবসায়ীর ফেষ্টুনটি এখন শোভা পাচ্ছে ফতুল্লা মডেল থানার প্রবেশদ্বারে যা খুবই বিচিত্র বলে দাবী করে উৎসুক সাধারন মানুষ।
গতকাল উজ্জীবিত বাংলাদেশ অনলাইনে প্রকাশিত সংবাদটি পাঠকের সৃবিধার্থে হুবুহ তুলে ধরা হলো:
ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকার আলোচিত এক মাদক ব্যবসায়ীর নাম জিলানী ফকির। বিএনপির রাজনীতির ব্যানারে অন্তরালে মাদক ব্যবসা করাটাই যেন যেন অন্যতম পেশা। ফেন্সিডিলসহ একাধিকবার জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের কাছে গেস্খফতারও হয়েছিলেন এ জিলানী ফকির। ফতুল্লা মডেল থানায় জিলানী ফকিরের বিরুদ্ধে একাধিক মাদক মামলাও রয়েছে। সেই জিলানী ফকির এখন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফতুল্লা থানা কমিটির আহবায়ক পদে আসীন হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান,জিলানী ফকির অত্র এলাকার মাদক বিক্রেতাদের মধ্যে অন্যতম একটি নাম। স্থানীয় একটি মসজিদ কমিটির ভাইটাল পদ ও হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠনও তৈরী করেছেন তিনি। বর্তমানে তার অবস্থা দেখলে সবাই বলবেন একটি দ্বীনদার মানুষ। সুন্নতি লেবাস ধারন করে তার অন্তরালে মাদক ব্যবসা করাটাই যেন অন্যতম প্রধান পেশা মাদক ব্যবসা।
দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতির সাথে যুক্ত থাকলেও সেটাকে সাইনবোর্ড হিসেবে ব্যবসার করে মাদক বিক্রি করাটাই ছিলো তার অন্যতম নেশা। সম্প্রতি মাদক বিক্রির টাকার প্রভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন ওলামা দল ফতুল্লা থানা কমিটির আহবায়কের পদটি লফে নেন জিলানী ফকির। তারা আরও বলেন,শুধু জিলানী ফকির একা নয় তার ছেলেও নাকি এ মাদক ব্যবসায় জড়িত। ছেলে বর্তমানে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে জড়িত। পিতা-পুত্রের রাজনীতির অন্তরালে মাদক ব্যবসা যেন যুব সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ স্থানীয়দের।
রাজনীতি করার সুবাদে বড় বড় নেতা ও পুলিশের সাথে সুসর্ম্পক থাকার ফলে পিতা-পুত্রের মাদক ব্যবসার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়না বলেও জানান স্থানীয়রা। তারা আরও বলেন,বিভিন্ন সময়ে ফেন্সিডিলসহ আটকের ফলে ফতুল্লা মডেল থানায় একাধিক মাদক মামলাও রয়েছে জিলানী ফকিরের বিরুদ্ধে। এছাড়া বিভিন্ন সময়ে ফেন্সিডিলসহ জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক হওয়ার পর অংকের টাকার বিনিময়ে রফাদফা করার ফলে মামলা থেকে রক্ষা পান জিলানী ফকির। বর্তমানে তার সুন্নতি লেবাস ধারন কওে সাধারন মানুষকে বোকা বানাচ্ছেন।
পাশাপাশি বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের ফতুল্লা থানার আহবায়ক পদটিও লুফে নেন টাকার বিনিময়ে। স্থানীয়দের দাবী,একাধিক মাদক মামলার আসামী একজন চিহিৃত মাদক ব্যবসায়ীকে কিভাবে ওলামা দলের আহবায়ক পদটি দেয়া হয়েছে তাও আমাদের কারোর বোধগম্য হচ্ছেনা। নিজেদের স্বার্থ হাসিলের জন্য অর্থলোভী যে সকল নেতারা একজন চিহিৃত মাদক ব্যবসায়ীকে দলের প্রধান করা হয় জিলানী ফকিরসহ সেই সকল অর্থলোভী নেতাদেরকেও ওলামা দল থেকে বহিস্কারের জন্য কেন্দ্রীয় ওলামা দলের নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করেন সর্বশ্রেনীর সাধারন মানুষ।





















