মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
৮৫ যশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে বিএনপির কেন্দ্রীয় সাবেক দফতর সম্পাদক মফিকুল ইসলাম তৃপ্তির মনোনয়ন ফিরিয়ে দেওয়ার দাবিতে সোমবার বিকেলে শার্শা বল্ডফিল্ড যেন রূপ নেয় এক আবেগঘন জনসমুদ্রে। চোখে জল, কণ্ঠে কান্না আর হৃদয়ে ক্ষোভ নিয়ে হাজার হাজার নারী-পুরুষ, বয়োবৃদ্ধ ও তরুণ নেতাকর্মী প্রিয় নেতার পাশে দাঁড়াতে জড়ো হন মাঠে।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তৃপ্তি মাঠে প্রবেশ করতেই মুহূর্তে চারপাশে ছড়িয়ে পড়ে কান্নার শব্দ। অনেকেই অশ্রুসজল চোখে তাকে জড়িয়ে ধরেন, কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে বলেন— “আমাদের নেতা আপনিই, আমরা আপনাকেই চাই।” আবেগে নিজেও সংযত থাকতে পারেননি মফিকুল ইসলাম তৃপ্তি। চোখের জল মুছতে মুছতে তিনি নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানান এবং দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে নির্বাচন আচরণবিধি মেনে চলার কথা বলেন।
দেড় মাসের গণসংযোগে তৈরি হয়েছিল দৃঢ় বিশ্বাস দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ আসনে গত ৩ নভেম্বর বিএনপির প্রাথমিক মনোনয়ন পান মফিকুল ইসলাম তৃপ্তি। এরপর প্রায় দেড় মাস ধরে শার্শা উপজেলার গ্রাম থেকে গ্রাম, হাট থেকে বাজার—সবখানেই ধানের শীষের পক্ষে চালান ব্যাপক গণসংযোগ ও পথসভা। এসব কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
কেন্দ্রীয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ ও মিডিয়া সেলেও তার প্রচারণার খবর নিয়মিত প্রকাশিত হওয়ায় স্থানীয় পর্যায়ে তৈরি হয় দৃঢ় বিশ্বাস—চূড়ান্ত প্রার্থী হচ্ছেন তৃপ্তিই।





















