মোঃ হারুন অর রশিদ, জামালপুর বকশীগঞ্জ প্রতিনিধি:- জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখার মনোনীত এমপি প্রার্থী আব্দুর রউফ তালুকদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
২৯ ডিসেম্বর (সোমবার) দুপুরে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিকট মনোনয়নপত্র জমা প্রদান করেন।
জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার ১২ ডিসেম্বর ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেন। দলে যোগদানের পরেই ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকে মনোনয়ন দেন। এরপর হাত পাখার প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেন।
২৯ ডিসেম্বর সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমাদান কালে তার সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থক ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সহকারী রিটানিং কর্মকর্তা ও বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল হাই জানান, প্রাথমিকভাবে প্রার্থী গনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।





















