মশাহিদ আহমদ, মৌলভীবাজার :- মৌলভীবাজারে বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে আজ ২৬ ফেব্রুয়ারি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করেন- সদর মডেল থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে পাগুলিয়া আবাসিক এলাকায় অবস্থিত জেইন রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা, শ্রীমঙ্গল রোডে অবস্থিত মামুন ফামের্সীকে ১ হাজার টাকা, মামুন প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকাসহ মোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উক্ত অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি করা, রোগীদের বিভিন্ন স্বাস্থ্যগত পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় করা, হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন ব্যবহার করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়। অপরদিকে, গতকাল বড়লেখায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন- বড়লেখার সেনেটারী ইন্সপেক্টর মোঃ আফসার আলী ও বড়লেখা থানার পুলিশ ফোর্স। অভিযানকালে দক্ষিণবাজারে অবস্থিত সানি ফার্মেসীকে ২ হাজার টাকা, আলআমিন মার্কেটে অবস্থিত সুরমা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা, হাজী মজির উদ্দিন সপিং সিটিতে অবস্থিত বাটা শোরুমকে ৪ হাজার টাকা, গফুরপুর রোডে অবস্থিত গ্রামীন ফুড বেকারীকে ৫ হাজার টাকাসহ মোট ২৬ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উক্ত অভিযানে ঔষধের নির্ধারীত দাম কেটে বেশি দাম লেখে বিক্রি করা, রোগীদের বিভিন্ন স্বাস্থ্যগত পরীক্ষায় অতিরিক্ত অর্থ আদায় করা, অনবিজ্ঞ লোক দিয়ে পরীক্ষা করানো, জুতার অতিরিক্ত দাম নেওয়া, খাদ্য পণ্যের মোড়কের গাঁয়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না লিখে বিক্রয় করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপন্য তৈরি করাসহ বিভিন্ন অপরাধে এসকল জরিমানা করা হয়। উল্লেখ্য আব্দুর রহিম নামে একজন ক্রেতার তাৎক্ষণিক লিখিত অভিযোগের প্রেক্ষিতে বাটা শোরুমকে উক্ত জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ ১ হাজার টাকা দেওয়া হয়।