নারায়ণগঞ্জের পাঁচটি আসনে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন রির্টার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ তালিকায় বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি মনোনীত প্রার্থীদের বাইরেও স্বতন্ত্র হিসেবে অনেকে মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।
প্রার্থীদের অধিকাংশরাই সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিনে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগেরদিন মাত্র তিনজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, পাঁচটি আসনে মোট ৯১ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে নারায়ণগঞ্জ-১ আসনে আটজন, নারায়ণগঞ্জ-২ আসনে দশজন, নারায়ণগঞ্জ-৩ আসনে এগারোজন, নারায়ণগঞ্জ-৪ আসনে পনেরোজন এবং নারায়ণগঞ্জ-৫ আসনে ১৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন:
নারায়ণগঞ্জ-১ : এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু তার মনোনয়নপত্রটি জমা দিয়েছেন। আসনটিতে স্বতন্ত্র হিসেবে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন।
এছাড়া আরও মনোনয়ন জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী মো. আনোয়ার হোসেন মোল্লা, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. রেহান আফজাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ইমদাদুল্লাহ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মো. মনিরুজ্জামান চন্দন, গণঅধিকার পরিষদের ওয়াসিম উদ্দিন এবং স্বতন্ত্র মো. হামিদুল হক খোকন ।
নারায়ণগঞ্জ-২ : এ আসনে ধানের শীষ প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন আসনটিতে বিএনপির সাবেক সংসদ সদস্য আতাউর রহমান আঙ্গুর। আঙ্গুর স্বতন্ত্র হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
এছাড়া, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের মাওলানা মো. হাবিবুল্লাহ, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি হাফিজুল ইসলাম মনোনয়ন জমা দিয়েছেন।
নারায়ণগঞ্জ-৩: এ আসনে ধানের শীষের প্রার্থী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান রোববার তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসনটিতে স্বতন্ত্র হিসেবে বিএনপির সাবেক প্রতিমন্ত্রী ও দলের নির্বাহী কমিটির সদস্য রেজাউল করিম, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়াও মনোনয়ন জমা দিয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের গোলাম মসীহ, গণঅধিকার পরিষদের মো. ওয়াহিদুর রহমান মিল্কী, খেলাফত মজলিসের মুহা. শাহজাহান, জনতার দলের আব্দুল করীম মুন্সী, গণসংহতি আন্দোলন প্রার্থী অঞ্জন দাস, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, এবি পার্টির আরিফুল ইসলাম।
নারায়ণগঞ্জ-৪ : বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মনির হোসাইন কাসেমী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি আসনটি ছেড়ে দিলেও স্বতন্ত্র হিসেবে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মোহাম্মদ শাহ আলম, সাবেক এমপি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাণ্ডের আহ্বায়ক মোহাম্মদ আলী, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিনও মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এছাড়া এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন, বাসদের সেলিম মাহমুদ, সিপিবি প্রার্থী ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন মুফতি ইসমাইল কাউসার, গণঅধিকার পরিষদের মো. আরিফ ভূইয়া, খেলাফত মজলিস আনোয়ার হোসেন ও ইলিয়াস আহম্মেদ, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল মো. সুলাইমান দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী ফাতেমা মনির, বাংলাদেশ সুপ্রিম পার্টি মো. সেলিম আহমেদ, জাতীয় পার্টি মো. ছালাউদ্দিন খোকা মনোনয়ন জমা দিয়েছেন।
নারায়ণগঞ্জ-৫ : ধানের শীষের প্রার্থী তিনবারের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্বতন্ত্র হয়েছেন মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও বিএনপিপন্থী ব্যবসায়ী আবু জাফর আহমেদ বাবুল।
এছাড়া রয়েছেন- গণসংহতি আন্দোলন প্রার্থী তরিকুল ইসলাম সুজন, সিপিবি প্রার্থী মন্টু ঘোষ, বাসদ প্রার্থী আবু নাঈম খান বিপ্লব, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি মাসুম বিল্লাহ।





















