মাইনুল ইসলাম রাজু,আমতলী(বরগুনা)প্রতিনিধি:-বরগুনার আমতলী উপজেলার মানিকঝুড়িতে স্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।তুলা( ঝুট )ব্যবসায়ী বশির খানের মালিকানাধীন তুলার মিল থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানান।
বিপুল পরিমাণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৫০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।মঙ্গলবার(৩০ ডিসেম্বর ২০২৫ রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে আগুন লাঘার ঘটনা ঘটে।আগুনে৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও ২টি বাসা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
জানা গেছে, বশির খান নামক এক ব্যক্তি বিগত তিন বছর ধরে মানিকঝুড়িতে দেলোয়ার বিশ্বাসের ব্যবসা প্রতিষ্ঠান ভাড়া নিয়ে তুলার( ঝুট) ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
মঙ্গলবার (৩০ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ করেওই ঘরে তুলার মিলে আগুন জ্বলে ওঠে।অল্প সময়ের মধ্যেই আগুন ভয়াবহ রূপ ধারণ করে।অগ্নিকান্ডের ঘরে থাকা তুলার(ঝুট) মালামালসহ তিনটি তুলার(ঝুট) মেশিন সম্পূর্ণভাবে পুড়ে যায়।
খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস,কলাপাড়া ফায়ার সার্ভিস,আমতলী থানার পুলিশ ওনৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আমতলী ফায়ার সার্ভিস ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সপেক্টর মো.হানিফ বলেন আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. জাফর আরিফ চৌধুরী বলেন খবর পেয়ে তাৎক্ষনিক সহকারী পুলিশ সুপার,সহকারী কমিশনার ভুমি ও আমতলী থানার অফিসার ইনচার্জ আমরা ঘটনা স্থল পরিদর্শন করেছি।





















