মাইনুল ইসলাম রাজু,আমতলী (বরগুনা) প্রতিনিধি:- ‘প্রযুক্তি ও মমতায়, কল্যান ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়’ এই শ্লোগান নিয়ে আমতলীতে র্যালি আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ কর্মসূচীর আয়োজন করে।
র্যালি শেষে সকাল সাড়ে ১০টায় সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার এর সভাপত্বিতে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল আলম। সভায় অণ্যানের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।





















