নেত্রকোনা জেলা প্রতিনিধি মোঃ বাবুল:- নেত্রকোনা সদর ১১ নং কে-গাতী ইউনিয়নে মরহুম বেগম খালেদা জিয়া-এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি,র) চেয়ারপার্সন ও সাবেক তিন তিন বারের প্রধানমন্ত্রী হিসেবে তার আত্মার মাগফিরাত কামনায় ৩নং ওয়ার্ডে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাদ আসর নূরেজা নূরানী হাফিজিয়া মহিলা মাদ্রাসার প্রাঙ্গণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মরহুমার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৩ নং ওয়ার্ডের বিএনপির সাবেক সভাপতি মোঃ লিটন মুন্সী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান খান
অনুষ্ঠানে প্রধান হিসেবে ছিলেন,ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা জেলা কৃষক দলের সাবেক, সভাপতি ১১ নং কে গাতি ইউনিয়নের সফল চেয়ারম্যান গণমানুষের নেতা সালাহউদ্দিন খান মিল্কি, নবনির্বাচিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনায়েত কবীর ওরফে এন্টাস মিয়া সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মোঃ লিটন মুন্সী
এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদান স্মরণ করেন।
শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।




















