সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩ জানুয়ারী বাদ এশা পশ্চিম মাসদাইর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল ফতুল্লা থানা কমিটির আয়োজনে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফতুল্লা থানা ওলামা দলের আহবায়ক মো.জিলানী ফকিরের সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্যসচিব মো.মশিউর রহমান রনি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.এসএম মাহমুদুল হক আলমগীর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,জেলা ওলামা দলের সদস্যসচিব হায়েজ মো.মামুন,ফতুল্লা থানা ওলামা দলের যুগ্ম আহবায়ক হাফেজ মো.বেলাল,৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.জসিমউদ্দিন প্রধান,সাবেক ছাত্রদল নেতা মো.জুম্মন ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি জেলা যুবদলের সদস্যসচিব মো.মশিউর রহমান রনি বলেন, আমাদের সদ্য প্রয়াত গনতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়া দেশের সর্বস্তরের মানুষের কাছে কতটুকু জনপ্রিয় ছিলেন তা আপনারা সবাই দেখেছেন। মুসলিম দেশের সর্ববৃহৎ জানাজা অনুষ্ঠিত হয়েছে। এর অন্যতম কারন হচ্ছে তিনি দেশের সাধারন মানুষের কল্যানেই রাজনীতি করেছেন। শুধুমাত্র দেশের মানুষের কথা ভেবে বিগত ফ্যাসিষ্ট সরকারের পাতা ফাদে পা দেননি খালেদা জিয়া। তিনি সবসময় বলতেন,বিদেশে আমার কেউ নেই দেশের সাধারন জনগনই আমার সবকিছু। তাই আমি দেশেই থাকবো এবং দেশের মাটিতেই মৃত্যুবরন করবো।
রনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমাদের গনতন্ত্রের মা জননী বেগম খালেদা জিয়ার মতই আমাদেরকে রাজনীতি করতে হবে যেন মৃত্যুর পরও দেশের সাধারন মানুষ আমাদেরকে জানাজার মাধ্যমেই স্বরন করেন আমরা তাদের কল্যানে রাজনীতি করেছি।
১২ তারিখের নির্বাচনে বিএনপি জোট মনোনীত প্রার্থী সর্ম্পকে রনি বলেন,যেহেতু জোট এ আসনে মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দিয়েছেন তাহলে আমরা অবশ্যই তার পক্ষেই কাজ করবো। তবে তার আগে তার সর্ম্পকে আমাদের ধারনা নিতে হবে তিনি আমাদের বিএনপির নেতাকর্মীদের জন্য কতটুকু করবেন। যদি বিএনপির নেতাকর্মীদের প্রতি তার সুদৃষ্টি থাকে তাহলে অবশ্যই বিএনপির প্রতিটি নেতাকর্মী ধানের শীষ মনোনীত খেজুর গাছ প্রতিকে ভোট দিয়ে কাসেমীকে জয়লাভ করাবো ইনশাআল্লাহ।
প্রধান আলোচক এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাড.এসএম মাহমুদুল হক আলমগীর বলেন,আমরা বেগম জিয়াকে হারাইনি হারিয়েছে একজন অভিভাবককে। যে অভিভাবক ছিলেন গনতন্ত্রের মাতা। যিনি তার চিন্তা-চেতনায় শুধুমাত্র দেশের সাধারন মানুষকে নিয়ে ছিলেন। একটি মিথ্যা মামলায় স্বৈরাচার হাসিনা তাকে দীর্ঘদিন জেলে রেখেছেন।
তিনি আরও বলেন,বেগম খালেদা জিয়ার মত রাজনীতি করতে হবে যেন মৃত্যুর পরও মানুষের অন্তরে আমরা অবস্থান নিতে পারি। কোন প্রকার চাদাঁবাজি কিংবা ভুমিদস্যুতা কোন অপরাধে যেন বিএনপির কেউ জড়িত না হয় সেদিকে নজর রাখতে হবে। আগামী ১২ ফেব্রæয়ারীর নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনে জোট মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করাতে আমাদেরকে এক কাতারে এসে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
পরে অনুষ্ঠানের বিশেষ অতিথি জেলা ওলামা দলের সদস্যসচিব হাফেজ মো.মামুন সদ্য প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।




















