মোঃ হারুন অর রশিদ-: চন্দ্রাবাজ রশিদা বেগম শিক্ষা কমপ্লেক্সের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ আব্দুল হাই-কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
৪ জানুয়ারি (রবিবার) জামালপুরের বকশীগঞ্জে উপজেলা ইউএনও কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই সম্মাননা প্রদান করা হয়।
কমপ্লেক্সের পক্ষ থেকে নবাগত ইউএনও- আব্দুল হাই এর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ রফিকুল ইসলাম।
ক্রেস্ট প্রদানকালে অধ্যক্ষ রফিকুল ইসলাম নবাগত ইউএনও-আব্দুল হাই কে এলাকায় স্বাগত জানান এবং শিক্ষা কমপ্লেক্সের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও শিক্ষা প্রসারে তাদের ভূমিকার কথা তুলে ধরেন। তিনি আশা প্রকাশ করেন যে, নতুন প্রশাসনিক কর্মকর্তার দিক-নির্দেশনায় এলাকার শিক্ষা ব্যবস্থার আরও উন্নতি হবে।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও-মোঃ আব্দুল হাই শিক্ষা কমপ্লেক্সের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং উপজেলার শিক্ষার গুণগত মান উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




















