মোঃ হারুন অর রশিদ-: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বকশীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪ জানুয়ারি (রবিবার)সন্ধ্যায় বকশীগঞ্জ পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের ব্যানারে মরহুমা বেগম খালেদা জিয়া ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
পৌর যুবদলের আয়োজনে অনুষ্ঠিত এই দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তারা বলেন, দেশ ও মানুষের কল্যাণে তাঁর ত্যাগ দলীয় নেতাকর্মীরা আজীবন মনে রাখবে।
অনুষ্ঠানের বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত এবং তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।
উক্ত দোয়া মাহফিলে বকশীগঞ্জ পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।




















