মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নে অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মেরুরচর ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু।
তীব্র শীতের প্রকোপ থেকে দরিদ্র মানুষের সুরক্ষা দিতে তার পক্ষ থেকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
(৪ জানুয়ারি)রবিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
কম্বল বিতরণকালে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মঞ্জু বলেন, “তীব্র শীতে বকশীগঞ্জের সাধারণ খেটে খাওয়া মানুষ কষ্টে দিনাতিপাত করছেন। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস যদি কারো সামান্য উপকারে আসে, তবেই আমার সার্থকতা।”
তিনি আরও জানান, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের প্রকৃত দুস্থদের তালিকা করে পর্যায়ক্রমে এই কম্বল পৌঁছে দেওয়া হবে। বিত্তবানদেরও নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শীতের এই উপহার পেয়ে এলাকার বয়োবৃদ্ধ ও দুস্থ মানুষের মুখে হাসির ঝিলিক দেখা গেছে।




















