মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
০৫ জানুয়ারি (সোমবার) দুপুরে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে উপজেলা পরিষদ সভাপক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল হাই।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আমিনুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা ভেটিরিনারী সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, উপজেলা সমবায় কর্মকর্তা আবদুল জলিল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, খামারী শাহিন খান, ফিরোজ মিয়া সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও খামারীরা।
আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।




















