মোঃ হারুন অর রশিদ-: জামালপুরের বকশীগঞ্জে মৃত ব্যক্তির শেষ বিদায় সম্মানজনক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে সম্পন্ন করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল বিদায় সেবা।
প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে ১০০টিরও বেশি মুসলিম মৃতদেহের কাফন ও দাফন প্রক্রিয়া সম্পন্ন করেছে এই মানবিক সংগঠনটি।
বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায়, নিকটাত্মীয়ের মৃত্যুর পর দাফন-কাফনের নিয়মাবলি নিয়ে স্বজনরা বিভ্রান্তিতে পড়েন অথবা দক্ষ লোক খুঁজে পান না। এমন পরিস্থিতিতে ‘আল বিদায় সেবা-এর একঝাঁক অভিজ্ঞ স্বেচ্ছাসেবক দিন-রাত ২৪ ঘণ্টা নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। মৃত ব্যক্তির গোসল করানো থেকে শুরু করে কাফন পরানো এবং জানাজা ও দাফন পর্যন্ত প্রতিটি ধাপ অত্যন্ত যত্নসহকারে সম্পন্ন করেন তারা।
সংগঠনটির দুইজন দায়িত্বশীল “আবু তালেব টুক্কু ও সাইদুর রহমান জানান, “আমরা সওয়াবের আশায় এবং সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজ করে আসছি। শতাধিক কাফন সম্পন্ন করা আমাদের জন্য কেবল একটি সংখ্যা নয়, বরং শতাধিক পরিবারের পাশে দাঁড়ানোর একটি সুযোগ ছিল। আমাদের লক্ষ্য হচ্ছে, সমাজের যেকোনো স্তরের মানুষ মারা গেলে যেন অর্থাভাবে বা লোকবলের অভাবে সুন্নাহ মোতাবেক দাফন থেকে বঞ্চিত না হয়।
সংগঠনটির এই নিঃস্বার্থ কার্যক্রম ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ ধরনের সেবামূলক উদ্যোগ সমাজের মানুষের শেষ বিদায়কে সহজ ও মর্যাদাপূর্ণ করে তুলছে।
সম্পূর্ণ অলাভজনক এই সংগঠনটি ভবিষ্যতে তাদের সেবার পরিধি আরও বিস্তৃত করতে চায়। যেকোনো প্রয়োজনে বা দাফন সেবায় তাদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।




















