নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের যুবলীগ নেতা জাকিরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরকে গ্রেফতার করে।
মঙ্গলবার সোনারগাঁ থানার ওসি মো: মহিববুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ গ্রেফতারকৃতকে মঙ্গলবার দুপুরে নারায়নগঞ্জ জেলা আদালতে প্রেরণ করেন।
গত সোমবার রাতে ঢাকার বনশ্রী আবাসিক এলাকা নিজ বাসা থেকে পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় গ্রেফতার করে। গ্রেফতারকৃত জাকির হোসেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের পশ্চিম কান্দারগাঁও এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
পুলিশ জানান, ঢাকার বনশ্রী এলাকায় নারায়নগঞ্জ ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে অভিযান চালায়। বনশ্রীর নিজ বাসা থেকে সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাকির হোসেন ওরফে পলিথিন জাকিরকে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলায় গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত জাকির হোসেনের বিরুদ্ধে সোনারগাঁ থানার একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে সোনারগাঁয়ে নৌচাদাঁবাজ, চাঁদাবাজী, ভুমিদস্যু, সন্ত্রাসী, ডাকাতি, ছিনতাইকারী, বালু ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও সাধন, রিপন, গোলজার হত্যা মামলার আসামী। সে এলাকায় নানা অপকর্মের সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে ২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার মামলারও আসামী।
সোনারগাঁ থানার ওসি মো. মহিবুল্লাহ জানান, সোনারগাঁয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে মামলার জাকির হোসেন কে গ্রেফতার করা হয়। পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।




















