আজ ১১ই জানুয়ারি২০২৬ রবিবার দুপুর ২ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-সিপিবি(এম) এর উদ্যোগে ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী মুক্তি বিশ্বব্যাপী মার্কিন আগ্রাসন বন্ধ ও ইরানের আন্দোলনরত জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং তাদের প্রতি দমন পীড়ন বন্ধের দাবীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্য পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড ডাঃ এম এ সামাদ বলেন, আমরা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তার স্ত্রীর অবিলম্বে মুক্তি চাই। এবং বিশ্বব্যাপী যুদ্ধ ও সন্ত্রাস চালাচ্ছে আমেরিকা এটা বন্ধ করতে জাতিসংঘের হস্তক্ষেপ চান। ডোনাল্ড ট্রাম্প কে হুসিয়ার করে দিয়ে বলেন আপনারা আগ্রাসন বন্ধ না করলে বিশ্বের জনগন আপনাদের ভবিষ্যতে বয়কট করতে পারে এবং পৃথিবীর কোন দেশে আপনাদের স্বার্থ ব্যবসা দুতাবাস নিরাপদ থাকবে না।
কমরেড সামাদ আরও বলেন, ইরানের আয়াতুল্লাহ খোমেনির একজন জংগী সন্ত্রাসী নেতা ৪৭ বছর ধরে ইরানের জনগনকে জিম্মি করে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছে। ৪৭ বছরে লাখ লাখ ইরানি জনগনকে হত্যা করেছে তিনি বর্তমান আন্দোলন রত ইরানি জনগনের পাশে দাঁড়ানোর জন্য জাতিসংঘ সহ বিশ্বের সকল মানুষের প্রতি আহ্বান জানান।
বক্তব্যে কমরেড সামাদ বলেন, আমরা জাতিসংঘের হস্তক্ষেপ দাবি করছি এবং বিশ্বের সকল শান্তিকামী মানুষকে রাজপথে নেমে এই অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে আহ্বান জানাই।
কমরেড সামাদ এই হামলা ও অপহরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে প্রেসিডেন্ট কমরেড মাদুরোকে ও তার স্ত্রী কে সম্মানে মুক্তির দাবি জানাচ্ছি এবং বিশ্বের দরবারে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমা চাইতে হবে।
সমাবেশে আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড সাহিদুর রহমান, সহকারী সাধারণ সম্পাদক মুফতি তালেবুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শাহীন আহমেদ, নারী বিষয়ক সম্পাদক কমরেড আখি রাহাত খান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জেসমিন আক্তার, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা ওমর ফারুক কুতুবী, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও মাগুরা জেলা কমিটির সদস্য কমরেড তারেক ইসলাম বিডি, কেন্দ্রীয় কমিটির সদস্য ও পটুয়াখালী জেলা কমিটির সভাপতি কমরেড কাওসার আহম্মেদ ও সাধারণ সম্পাদক কমরেড ইমরান হোসেন, অনলাইনে পটুয়াখালী জেলা থেকে সমাবেশে যোগ দেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি বীর মুক্তি যোদ্ধা কমরেড সামসুল হক সরকার, দপ্তর সম্পাদক কমরেড মনিরুজ্জামান মনির প্রমূখ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল প্রেসক্লাব থেকে শুরু করে সচিবালয় পল্টন মোড় ঘুরে সেগুনবাগিচা হাইস্কুল পাশ দিয়ে তোপখানা রোডস্হ পার্টির কেন্দ্রীয় কার্যালের সামনে সংক্ষিপ্ত সমাবেশে কমরেড সামাদ বক্তব্য দিয়ে সমাবেশ সফল করায় পার্টির সকল কমরেড দের ধন্যবাদ জানিয়ে এবং আগামীতে আরও কঠোর কঠোর কর্মসূচী আসতে পার মানসিক ভাবে প্রস্তত থাকার আহবান জানিয়ে সমাবেশ সমাপ্তি ঘোষণা করেন।




















