মো. সাইদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলে র্যাবের অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগজিনসহ সাকিব (২১)নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সকাল ৬ টায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাকিব হাসান বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের আসলাম আলীর ছেলে। সে একটি বেসরকারী কোম্পানীতে চাকুরী করেন।
জানা যায়, রোববার সকালে র্যাবের একটি দল তার বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘরের বিছানার নীচে থেকে ২ টি পিস্তল ৬ রাউন্ড গুলি ও ৪ টি ম্যাগজিন উদ্ধার করা হয়।
যশোর র্যাব -৬ এর আবুবক্কার সিদ্দিকিী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, সব কিছুর প্রসেসেসিং চলছে আমরা পরে প্রেসব্রিফিং এর মাধ্যেমে বিস্তারিত জানাব।
বেনাপোল পোর্ট থানা ওসি আশরাফ হোসেন বলেন, র্যাব সদস্যরা একজনকে ২ টি পিস্তল ৪ টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ আটক করে থানায় নিয়ে এসেছে।




















