সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মিনারা রওশন ইতি (৪০) থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো- আটি এলাকার এসেকের মেয়ে হাসি (৫০), মাইনুদ্দিনের ছেলে শাহিন (৪৫), মেয়ে কাসমি (৩০), রেশমি (২৮) ও তামান্না (২৪) সহ অজ্ঞাত আরো ৬/৭ জন।
অভিযোগে মিনারা রওশন ইতি উল্লেখ করেন, আমার পিতার আটি এলাকায় ৬ শতাংশ সম্পত্তি আছে, যা আমি পৈত্রিকসূত্রে মালিক। বিবাদীরা সৈরাচারী আওয়ামীলীগের শাসনামল হতে আমাদের বর্নিত জমি জোরপূর্বক দখল করার উদ্দেশ্যে বিভিন্ন সন্ত্রাসি কার্যকলাপ সংঘঠিত করে।
এমনকি আমাদের বর্নিত জমিতে অবৈধ স্থাপনা তৈরি করে আমাদের জমি হতে উচ্ছেদের অপচেষ্টা করে। উক্ত সংক্রান্তে বিজ্ঞ আদালতে মামলা চলমান আছে। বর্নিত মামলার ২টি রায় আমাদের পক্ষে থাকলেও বিবাদীরা কোনভাবেই মেনে নেয়নি। উল্টো আমাদের উপর বিভিন্ন সময় হামলা, মারপিটের চেষ্টা চালায়।
আওয়ামী সরকার পতনের পর থেকেই বিবাদীরা আরো ক্ষিপ্ত ও বেপরোয়া হয়ে উঠে। তারা বিভিন্ন সময় বিভিন্ন পন্থায় আমাকে সহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের হুমকি ধামকি প্রদর্শন করে অশ্লীল ভাষায় গালি-গালাজ করতে থাকে। আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে অদ্যবদী বিবাদীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করিনি। কিন্তু বর্তমানে বিবাদীরা উগ্র ও বেপরোয়া হয়ে পড়েছে।
সর্বশেষ গত ৫ জানুয়ারি বিবাদীরা আমাদের বিজ্ঞ আদালতের একটি জাল ভূয়া কাগজ উপস্থাপন করে বর্নিত জমিতে অবৈধ স্থাপনা নির্মান করার অপচেষ্টা করলে আমি ও আমার ছেলে রুবায়েত (১৯), ভাতিজা মিদুল (২৫), বোন রুজিনা (৪২) বিবাদীদের বাধা নিষেধের উদ্দেশ্যে ঘটনাস্থলে যাই। এসম বিবাদীরা দেশীয় অস্ত্রসস্ত্র, দা, বটি, কাঠের ডাসা নিয়ে আমাদের উপর পরিকল্পিত হামলা চালায়। বিবাদীরা আমাকে, আমার ভাতিজা মিদুল (২৫) ও আমার ছেলেকে বেধরক মারধর করে এবং আমার ভাতিজার গলায় থাকা ১ ভড়ি ওজনের স্বর্নের চেইন লুন্ঠন করে। বিবাদী শাহিন বাড়ির মেয়েদের শ্লীলতাহানীর অপচেষ্টা চালায়। পরবর্তীতে আমাদের সকলের আর্তনাদে এলাকাবাসী আমাদের উদ্ধার করে।
এমতাবস্থায় আমরা বিবাদীদের এহেন কার্যকলাপে ভীত ও সংকিত জীবন যাপন করছি। বিবাদীরা যেকোন সময় জমি সংক্রান্ত লোভ লালসায় গুম খুন হত্যা নতুবা মিথ্যা মামলায় ফাসিয়ে আমাদের সর্বস্তরে হেও প্রতিপন্য করতে পারে।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান জানান, অভিযোগটি তদন্তকাধীন আছে।




















