নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল এবং অসহায়-দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ফতুল্লা থানা কৃষক দল।
রোববার (১১ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার পশ্চিম মাসদাইর পাঁচতলা মোড় এলাকায় দোয়া- মিলাদ মাহফিল ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়।
দোয়া ও মিলাদ মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃত্বাধীন জোটের নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি মনির হোসেন কাসেমী বলেন, আপসহীন নেত্রী খালেদা জিয়া যে পরিমাণ নির্যাতন সহ্য করেছেন এবং যে ত্যাগ স্বীকার করেছেন, তার জন্য তিনি আন্তর্জাতিক নোবেল পুরস্কারের দাবিদার। দল থেকে এ বিষয়ে আওয়াজ তুলতে হবে। নারায়ণগঞ্জ থেকেই এই দাবির সূচনা করতে হবে। তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে খেজুর গাছ মার্কায় ভোট দিলে তা ধানের শীষে যাবে। ধানের শীষ পেলে আমি পাবো, আমি পেলে তারেক রহমান পাবেন, তারেক রহমান পেলে বিএনপি সরকার গঠন করবে। তাই সবাইকে খেজুর গাছ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাই।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন, নারায়ণগঞ্জ জেলা জমিয়ত ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, মরহুমা বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের আস্থার জায়গা। ২০১৮ সালে মুফতি মনির হোসেন কাশেমী শামীম ওসমানের বিরুদ্ধে নির্বাচন করেছিলেন, যখন কেউ এগিয়ে আসেননি। ধানের শীষ প্রতীকে নির্বাচন করায় তাকে চার বছর কারাবরণ করতে হয়েছে। সেই নির্যাতিত নেতাকে জিয়া পরিবার আমাদের জন্য পাঠিয়েছে। আমরা তাকে ভোট দিয়ে জয়ী করে তারেক রহমানকে উপহার দেবো।
অ্যাডভোকেট বারী ভূঁইয়া বলেন, খালেদা জিয়া আপোষহীন নেত্রী হিসেবে পরিচিত ছিলেন। এরশাদ ও শেখ হাসিনার সঙ্গে কোনো অন্যায়ের বিষয়ে তিনি কখনো আপোষ করেননি। বিএনপির নেতাকর্মীরা তারেক রহমানের সিদ্ধান্তের বাইরে যাবে না। আমরা ঐক্যবদ্ধভাবে মুফতি মনির হোসেন কাশেমীকে জয়ী করবো।
শহিদুল ইসলাম টিটু বলেন, গণতন্ত্র রক্ষায় প্রতিবারই খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন হয়েছে। এই আন্দোলনে অনেক নেতাকর্মী গুম হয়েছেন, নিহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নারায়ণগঞ্জ-৪ আসনে মাওলানা মুফতি মনির হোসেন কাশেমী মনোনীত প্রার্থী। আইনি জটিলতার কারণে ধানের শীষের পরিবর্তে তিনি খেজুর গাছ প্রতীকে নির্বাচন করছেন।
ফতুল্লা থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমানের সভাপতিত্বে ও সদস্য সচিব সুমন আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনায়েত নগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা শ্রমিক দলের আহ্বায়ক শাহ আলম পাটোয়ারী, সদস্য সচিব আল আমিন, ফতুল্লা থানা ওলামা দলের সভাপতি জিলানী ফকির, ফতুল্লা থানা তাঁতি দলের সভাপতি ইউনুস মাস্টার, ফতুল্লা থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিম, যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মুসা।




















