নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী,টোকসাদী, মুরাদপুর জনগনের জন্য চলাচলের রাস্তা দখল করতে মরিয়া হয়ে উঠেছে চিহ্নিত ভূমিদস্যু মোকাররম।
এতে করে জন সাধারনের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, ২০২২ সালে সর্বস্তরের মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণ করা হয়।
ছাত্র ছাত্রী সহ মানুষের কথা চিন্তা করে এবং সহজেই যেন শিক্ষার্থীরা নজরুল ইসলাম বাবু কলেজ সহ অন্যান্য স্কুলে যেতে পারে এসব চিন্তা করে উপজেলা প্রশাসন রাস্তাটি নির্মান করেছিল।
ভূমিদস্যু ও বিএনপির নামধারী নেতা মোকাররম নামে একজন ব্যক্তি নিজ স্বার্থে রাস্তাটি বন্ধ করতে চাইলে গত অক্টোবর মাসে জনগনের দাবীর পরিপ্রেক্ষিতে তৎকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন মোবাইল কোর্টের মাধ্যমে রাস্তাটি উদ্ধার করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসন ব্যস্ত থাকার সুযোগে আবার রাস্তাটি বন্ধ করে রাস্তার উপর কারখানা নির্মাণ করছে মোকাররম।
অবিলম্বে কারখানা নির্মাণ কাজ বন্ধ করে রাস্তাটি উদ্ধার করতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।




















